দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে পৌছেছে বাংলাদেশের মেয়েরা। জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দল ২০২৬ সালে খেলবে এএফসি এশিয়ান কাপের মূল আসরে। মানে, গুণে- সব দিক দিয়েই ধারাবাহিকভাবে এগোচ্ছে বাংলাদেশের মেয়েরা। তাই আগামীতে ঋতুপর্ণা চাকমা-মনিকা চাকমাদের ইউরোপিয়ান লিগে দেখছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে স্ট্রিমিং প্লাটফর্ম বঙ্গ, মাইকোর সাথে পার্টনারশিপ অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন বাফুফে সভাপতি। ‘আমার বিশ্বাস বাংলাদেশের ছেলে কিংবা মেয়েদের মধ্যে কয়েকজন ফুটবলার আগামী মৌসুম থেকে ইউরোপিয়ান লিগে কিংবা এশিয়ার কোনো বড় মানের ক্লাবে সুযোগ পাবে। ইংলিশ প্রিমিয়ার লিগের ৩৮০টি ম্যাচের সবগুলোই এখন দেখা যাবে বঙ্গতে। তিনটি প্যাকেজে দর্শকরা বঙ্গতে খেলা দেখতে পারবেন। পুরো মৌসুমের জন্য রয়েছে ‘সিজন পাস’; যার মূল্য ৬৫০ টাকা, মাসিক প্যাকের মূল্য ১১০ টাকা এবং ‘ডেইলি পাস’-এর মূল্য ২৫ টাকা। ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের খেলা দেখাতে বঙ্গর সঙ্গে ফেডারেশন কাজ করবে বলে জানান বাফুফে সভাপতি। তাবিথ আওয়াল বলেন, ‘ফুটবল ফেডারেশন থেকে আমি নিশ্চিত করতে চাই বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়ন্সশিপ লিগ, জাতীয় দল এবং মেয়েদের খেলা- সবকিছুই এখন মার্কেটে ভ্যালু আছে। যদি খেলা দেখাতে হয়, তাহলে বঙ্গর সঙ্গে আমাদের ওইভাবেই চুক্তি করতে হবে। কোন প্রাইসে আমরা খেলাটা তাদের কাছে বিক্রি করব বা কোন প্রাইসে তারা দর্শকদের কাছে খেলাটা সেল করবে।’
ফুটবল
ঋতুপর্ণাদের ইউরোপিয়ান লিগে দেখছেন বাফুফে সভাপতি
দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে পৌছেছে বাংলাদেশের মেয়েরা