ফুটবল
দেশ সেরা ক্ষুদে ফুটবলারদের শিবিরের সংবর্ধনা
কুতুবদিয়ায় দেশ সেরা ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় বুধবার কুতুবদিয়া হাইস্কুল মাঠে উপজেলা ছাত্রশিবিরের জমকালো আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
Printed Edition

কক্সবাজার সংবাদদাতা: কুতুবদিয়ায় দেশ সেরা ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় বুধবার কুতুবদিয়া হাইস্কুল মাঠে উপজেলা ছাত্রশিবিরের জমকালো আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। ছাত্রশিবিরের কুতুবদিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ বিন ইবরাহিমের সভাপতিত্বে ও সেক্রেটরি মো. তানভীরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নূরী। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মো. আবু তালহা, কক্সবাজার সরকারী কলেজ ছাত্রশিবিরের সভাপতি আয়ুব আনসারী, কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারী মাওলানা নুরুল আমিন, অধ্যক্ষ আবু মুছা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবদুর রহিম নূরী বলেন, দেশ এখনও দুর্নীতিগ্রস্ত, অপসংস্কৃতি, অপরাজনীতি, চাঁদাবাজি, সিন্ডিকেটসহ নানান রাষ্ট্রীয় অসুখের করাল গ্রাসের মধ্যে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। দেশের এমন অবস্থা হতে মুক্তির জন্য বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নীতিবান আদর্শ মানুষ তৈরির জন্যে দেশের ছাত্রসমাজের কাছে কুরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে মীর মো. আবু তালহা বলেন, দেশের মূলভূখন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বয়সে ছোট ফুটবল খেলোয়াড়েরা পারফরম্যান্স দেখিয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার যে গৌরব অর্জন করেছে; তাদেরকে ছাত্রশিবির সংবর্ধনা দিতে পেরে ধন্য মনে করছে। সংবর্ধনা অনুষ্ঠানে ১৭জন ক্ষুদে ফুটবলার এবং কোচের হাতে ক্রেস্ট ও ঈদের পানজাবি উপহার তুলে দেন অতিথিবৃন্দ।