বার্সেলোনায় নিজেদের ও ক্লাবের সোনালী সময়টা একসঙ্গে কাটিয়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। স্প্যানিশ জায়ান্টদের পাঠ চুকিয়ে কালের পরিক্রমায় দু’জন এখন ফের সতীর্থ, খেলছেন আমেরিকান মেজর লীগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। এবার এই দুই বন্ধু মিলে সুয়ারেজের দেশ উরুগুয়েতে নতুন ফুটবল ক্লাব খুলেছেন, যা দেশটির চতুর্থ স্তরের প্রতিযোগিতা দিয়ে যাত্রা শুরু করবে। মঙ্গলবার এক ভিডিও বার্তায় এই তথ্য জানান আর্জেন্টিনা ও উরুগুয়ের এই দুই মহাতারকা। মেসি-সুয়ারেজের ক্লাবটির নাম ‘দেপোর্তিভো এলএসএম’। ক্লাবটির পুরনো নাম ছিল ‘দেপোর্তিভো এলএস’। ২০১৮তে সুয়ারেজ নিজ দেশের সিউদাদ দে লা কস্তা শহরে এর প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য ছিল স্থানীয় প্রতিভা তুলে আনা এবং সমাজে অবদান রাখা। মঙ্গলবার প্রকাশিত সেই ভিডিও বার্তায় নতুন নামকরণের কথা জানান ৩৮ বছর বয়সী সুয়ারেজ, যেখানে ‘এম’ এসেছে আর্জেন্টাইন অধিনায়ক মেসির নামের প্রতি সম্মান জানিয়ে। সুয়ারেজ বলেন, ‘দেপোর্তিভো এলএস ছিল আমাদের পরিবারের স্বপ্ন, যা শুরু হয় ২০১৮তে। আমাদের এখন ৩ হাজারের বেশি সদস্য ও উন্নত অবকাঠামো রয়েছে। এই কারণে ক্লাবটিকে যুব ও পেশাদার দুই স্তরেই উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশনের (এইউএফ) কাঠামোতে আনছি।’ একই ভিডিওতে কৃতজ্ঞতা প্রকাশ করে মেসি বলেন, ‘এমন একটি প্রকল্পে আমাকে যুক্ত করার জন্য আমি লুইসকে ধন্যবাদ জানাতে চাই। ইন্টারনেট
ফুটবল
মেসি-সুয়ারেজের নতুন ক্লাব
বার্সেলোনায় নিজেদের ও ক্লাবের সোনালী সময়টা একসঙ্গে কাটিয়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।
Printed Edition
