কাতারে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে পর্তুগাল। বৃহস্পতিবারের ফাইনালে নির্ধারক গোলটি আসে ম্যাচের ৩২তম মিনিটে। বেনফিকার ফরোয়ার্ড আনিসিও কাবরাল কাছ থেকে নেওয়া দুর্দান্ত শটে জাল খুঁজে পান—এটি ছিল তার টুর্নামেন্টের সপ্তম গোল।
এই শিরোপা পর্তুগালের ফুটবলে নতুন অধ্যায় যোগ করেছে। পুরো টুর্নামেন্টজুড়ে অপরাজিত থেকে তারা সেমিফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে পৌঁছায়।
জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। পর্তুগালের এই কিংবদন্তি নিয়মিতভাবেই বয়সভিত্তিক দলগুলোর পারফরম্যান্স নজরে রাখেন এবং তরুণদের অনুপ্রাণিত করেন। তিনি আগেও বলেছেন, “নিজের দেশকে প্রতিনিধিত্ব করার অনুভূতির মতো কিছু নেই।”
ফাইনালের পর রোনালদো তার ৬৬৮ মিলিয়ন ফলোয়ারের ইনস্টাগ্রামে দলের একটি ছবি শেয়ার করে লিখেছেন, জায়ান্টস! অভিনন্দন, বিশ্বচ্যাম্পিয়নস!
এবারের কাতার আসর ছিল বিশেষ। প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশ নেয় ৪৮টি দল। দু’বছর অন্তর নয়, এখন থেকে প্রতিবছরই হবে এই টুর্নামেন্ট। ২০২৫ থেকে ২০২৯ পর্যন্ত টানা পাঁচ বছর আয়োজক থাকবে কাতার।
অধিকাংশ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দোহার অ্যাসপায়ার জোনে। কাছাকাছি অবস্থিত আধুনিক স্টেডিয়ামগুলো দর্শকদের একদিনে একাধিক ম্যাচ দেখার সুযোগ করে দিয়েছে।
২০২২ বিশ্বকাপের পর তৈরি অবকাঠামোও এবার বড় সুবিধা দিয়েছে। বয়সভিত্তিক ফুটবলে তরুণদের আরও বেশি সুযোগ করে দিতেই ফিফা নতুন এই ফরম্যাট চালু করেছে।