ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রীষ্মকালীন দলবদল পরিকল্পনায় বড়সড় চমক হতে পারেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ব্রিটিশ ও আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি, ইতোমধ্যে মার্তিনেজের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি। ৩২ বছর বয়সী মার্তিনেজ বর্তমানে অ্যাস্টন ভিলার মূল গোলরক্ষক হিসেবে দারুণ ফর্মে রয়েছেন। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের পেছনে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। আর্সেনাল থেকে ২০২০ সালে ভিলায় যোগ দেয়া মার্তিনেজ এরইমধ্যে ভিলায় নিজের জায়গা পাকা করেছেন। ইন্টারনেট
ফুটবল
ম্যান ইউতে যেতে পারেন মার্তিনেজ
ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রীষ্মকালীন দলবদল পরিকল্পনায় বড়সড় চমক হতে পারেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।