বার্সেলোনা ও স্পেনের হয়ে দারুণ মৌসুম কাটানো লামিনে ইয়ামালকে নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। গত দুই সপ্তাহের মধ্যে ১৭ বছর বয়সী এই তারকার নাম জড়িয়েছে একাধিক নারীর সঙ্গে। যারা আবার বয়সে তাঁর চেয়ে বড়। সম্প্রতি ইনফ্লুয়েন্সার ফাতি ভাসকেজকে ঘিরে গুঞ্জনের পর এবার আলোচনায় প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতা ক্লদিয়া বাভেলের নাম। ২৯ বছর বয়সী এই নারীর সঙ্গে জল্পনা নিয়ে মুখ খুলেছেন ইয়ামাল। তবে বাভেল বার্সা তারকার বক্তব্য ‘সঠিক নয়’ দাবি করে ইয়ামালের বিরুদ্ধেই অভিযোগ করেছেন। ১৯ জুন স্প্যানিশ টিভি শো ট্রেডএআর–এ একটি খবর প্রকাশ পায় যে ক্লদিয়া বাভেল নাকি ইয়ামালের সঙ্গে একটি ডেট আয়োজনের চেষ্টা করেছিলেন। এর সঙ্গে যুক্ত ছিলেন এক ফটোগ্রাফার, যিনি দুজনের ছবি তুলে দেওয়ার কথা। আর তা বিক্রি করে লাভবান হতে চেয়েছিলেন বাভেল। অনুষ্ঠানে বলা হয়, পুরো বিষয়টি ছিল একধরনের ‘মিডিয়া ফাঁদ’। অনুষ্ঠান থেকে ফোনের মাধ্যমে সরাসরি ইয়ামালের সঙ্গে যোগাযোগ করা হয়। ইয়ামাল ট্রেডএআর শোতে জানান, এমন কিছু কখনোই ঘটেনি। বাভেল আগ্রহ দেখালেও আমি ‘‘না’’ বলেছিলাম।’ অনুষ্ঠানে ইয়ামাল আরও জানান, তাঁর মা কখনোই কোনো মেয়েকে বাসায় ঢুকতে দেন না। ইয়ামালের বক্তব্য সামনে আসার পর এ নিয়ে মুখ খুলেছেন বাভেল। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ইয়ামালের বক্তব্য খন্ডন করে একটি বিবৃতি দিয়েছেন তিনি। সেখানে বাভেল অভিযোগ করেন, ইয়ামালই তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, ‘তিনি দেখা করার জন্য জোর করেন। ইন্টারনেট।
ফুটবল
এবার আরেক নারীকে ঘিরে বিতর্কে ইয়ামাল
বার্সেলোনা ও স্পেনের হয়ে দারুণ মৌসুম কাটানো লামিনে ইয়ামালকে নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। গত দুই সপ্তাহের মধ্যে ১৭ বছর বয়সী এই তারকার নাম জড়িয়েছে একাধিক নারীর সঙ্গে। যারা আবার বয়সে তাঁর চেয়ে বড়।
Printed Edition
