জাতীয় নারী ফুটবল দলের সদস্যদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৩১ অক্টোবর শেষ হতে যাওয়া এ নবায়নকৃত চুক্তির মেয়াদ আরও দুই মাস বাড়ানো হচ্ছে, যেখানে আছেন দলের বাইরে থাকা সাবিনারাও।

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন, একের পর এক সাফল্য এনে দিচ্ছেন নারী ফুটবলাররা। বর্তমানে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে থাইল্যান্ডে অবস্থান করছেন তারা। এ ম্যাচের আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী ফুটবলারদের চুক্তির মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট খেলোয়াড়দের কাছে নতুন চুক্তিপত্র পাঠানো হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম দফায় ৩৬ জন খেলোয়াড়কে বাফুফের চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়। পরে বিদ্রোহের ঘটনায় জড়িত ১৮ ফুটবলারের সঙ্গেও চুক্তি হয়। ফলে মোট ৫৪ জন নারী ফুটবলার এই চুক্তির আওতায় আসেন। এর মেয়াদ ছিল ৩১ অক্টোবর পর্যন্ত।

জানা গেছে, এবার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর ও ডিসেম্বর মাস পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে।

এশিয়ান কাপ বাছাইপর্বে দলে সুযোগ না পাওয়া এবং বর্তমানে দলে না থাকা ফুটবলাররাও এই চুক্তিতে অন্তর্ভুক্ত থাকছেন। বাফুফের সূত্র জানায়, সাবিনা খাতুন, মাসুরা পারভীন, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার এবং মাতসুসিমা সুমাইয়া নবায়নকৃত এই চুক্তিতে রয়েছেন। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চুক্তির মেয়াদ দুই মাস বাড়ছে। অন্তত ৫০ জন ফুটবলার এই চুক্তির আওতায় থাকবেন। খুব শিগগিরই এটি অফিসিয়ালি জানানো হবে।’