হামজা চৌধুরীর পর প্রবাসী ফুটবলাররা লাল সবুজ জার্সিতে খেলার জন্য আগ্রহ দেখাচ্ছেন। হামজার পর সেই তালিকায় আছেন কানাডা প্রবাসী সামিত সোম। সামিত সোমের বিষয়ে অনেক এগিয়ে গিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ সময় শুক্রবার (২ মে) রাতে কানাডার টরেন্টোর বাংলাদেশ হাই-কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের আবেদন করেন সামিত সোম। ৭২ ঘণ্টার মধ্যেই সামিতের ই-পাসপোর্ট হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম সামিতের পাসপোর্ট হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের পক্ষে সামিতের খেলার জন্য এখন শুধু ফিফার অনুমোদন প্রয়োজন।

জানা গেছে বাফুফে আজ মঙ্গলবার সামিত ও তার বাবা মায়ের সকল ডকুমেন্টস, কানাডা ফুটবল ফেডারেশনের ছাড়পত্রসহ সকল কিছু দিয়ে ফিফায় আবেদন করবে। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি ‘সবুজ সংকেত’ দিলেই সামিত বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। কানাডার সিনিয়র দলের হয়ে সামিত ২ ম্যাচ খেললেও সেই ম্যাচ প্রীতিম্যাচ হওয়ায় আনঅফিশিয়াল ম্যাচ হিসেবে কানাডা তাদের ছাড়পত্রে উল্লেখ করেছে। এতে ফুটবল ফেডারেশনের ধারণা সামিতের ফিফা ক্লিয়ারেন্স খানিকটা দ্রুতই চলে আসবে। ১০ জুন এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচে সামিতকে খেলাতে হলে ৩ জুনের মধ্যে বাফুফেকে ফিফার ক্লিয়ারেন্স পেতে হবে। সামিত কানাডা থেকে পাসপোর্টের জন্য আবেদন করে। ঢাকা থেকে পাসপোর্ট প্রিন্ট করে সেটা এখন কানাডায় পাঠানো হবে। বাফুফে পাসপোর্টের তথ্য সম্বলিত পাতার মাধ্যমে মূলত ফিফায় আবেদন ও আনুষ্ঠানিক কাজ করবে। বাফুফে দেরী না করে আজই (মঙ্গলবার) ফিফার আবেদন কাজ শেষ করতে চায়।

উল্লেখ্য, বাফুফে সূত্রে জানা গেছে, ঢাকা জাতীয় স্টেডিয়ামে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগেই সব প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে নেমেছে দেশের ফুটবল ফেডারেশন। হাতে খুব বেশি সময় না থাকায় যত দ্রুত পারা যায় কাজ এগিয়ে নিচ্ছে ফেডারেশন। এরপর ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির যে বাধ্যবাধকতা আছে নির্ধারিত সময়ের আগেই তা সম্পন্ন করার বিষয়ে আশাবাদী ফুটবল ফেডারেশন।