লা লিগার চলমান মরসুমে রিয়াল মাদ্রিদ লেভান্তেকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও নিশ্চিত করলো। এই জয়ে দুইয়ে থাকা বার্সেলোনার চেয়ে তারা এখন পাঁচ পয়েন্ট এগিয়ে।

ম্যাচের শুরু থেকেই রিয়াল আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। ম্যাচের ২৮ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র দলের জন্য প্রথম গোল করেন। তার প্রায় ১০ মিনিট পরই আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো নিজের প্রথম গোলের দেখা পান। এই গোলেও সহযোগিতা ছিল ভিনিসিয়াসের। বিরতির আগে ভিনিসিয়াস আরও একটি সুযোগ পান, তবে গোলরক্ষক তাকে থামান। প্রথমার্ধ শেষে রিয়াল ২-০ ব্যবধানে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে লেভান্তে ৫৪ মিনিটে একটি অননুমোদিত গোলে ব্যবধান কমায়, ইত্তা ইয়ং হেড দিয়ে গোল করেন। এরপর ম্যাচের মূল নায়ক হলেন কিলিয়ান এমবাপে। ৬৪ মিনিটে তিনি পেনাল্টি থেকে গোল করে রিয়ালের লিড বাড়ান এবং পরের দুই মিনিটের মধ্যে আরও একটি চমৎকার গোল করে ব্যবধান ৪-১ করেন। এখন এমবাপে এই মরসুমে ৭টি গোল করেছেন, যা লা লিগায় সর্বোচ্চ।

এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ ছয় ম্যাচে ছয়টি জয় নিয়ে ১৮ পয়েন্টে শীর্ষে রয়েছে। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে বার্সেলোনা দুইয়ে থেকে ১৩ পয়েন্টে অবস্থান করছে।