পিএসজি ফরোয়ার্ড উসমান দেম্বেলেকে এবারের ব্যালন ডি’অরের প্রধান দাবিদার হিসেবে দেখছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি গ্যারেথ বেল। ইএসপিএনের এক অনুষ্ঠানে নিজের মত জানাতে গিয়ে এই ওয়েলশ তারকা বলেন, দেম্বেলে শুধু ব্যক্তিগত পারফরম্যান্সেই নয়, দলীয় সাফল্যেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ সময় ইনজুরি ও ফর্মহীনতায় ভুগে বার্সেলোনায় হারিয়ে যেতে বসা দেম্বেলে এবার যেন নতুন করে ফিরে পেয়েছেন নিজেকে। লুইস এনরিকের কোচিংয়ে বদলে যাওয়া এই ফরাসি ফরোয়ার্ড ২০২৪-২৫ মৌসুমে পিএসজির হয়ে করেছেন ৫৩ ম্যাচে ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট। তার অসাধারণ পারফরম্যান্সের কল্যাণেই পিএসজি জিতেছে লিগ ওয়ান, লিগ কাপ, কোপা দ্য ফ্রাঁস এবং বহু প্রতীক্ষিত প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ক্লাব বিশ্বকাপের ফাইনালেও পিএসজির পৌঁছানোর নেপথ্য নায়ক ছিলেন তিনি। ইন্টারনেট।