এবার অত্যাশ্চর্য এক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। বুলগেরিয়ার শীর্ষ স্তরের ক্লাব আরদা কারজালি জন্ম দিয়েছে এ ঘটনার। দলটির সাবেক খেলোয়াড় পেতকো গানচেভ আর বেঁচে নেই, এমন খবরে রোববার লীগ ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করেন দু’দলের খেলোয়াড়েরা। তবে খেলা চলাকালীনই জানা গেলো, মারা যাননি গানচেভ। অবশ্য এ ঘটনায় ক্লাব কর্তৃপক্ষ পরে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করে। কারজালির ম্যাচটি সেদিন ছিল লেভস্কি সোফিয়ার বিপক্ষে। ম্যাচ শুরুর আগে মাঝমাঠে দু’দলই লাইন ধরে দাঁড়ায়, মাথা নিচু করে সম্মান জানায় ‘প্রয়াত’ ফুটবলারকে। ইন্টারনেট
ফুটবল
এক মিনিট নীরবতা পালন করার পর জানা গেল ফুটবলার জীবিত
এবার অত্যাশ্চর্য এক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। বুলগেরিয়ার শীর্ষ স্তরের ক্লাব আরদা কারজালি জন্ম দিয়েছে এ ঘটনার।
Printed Edition
