আর্জেন্টিনা দলকে লিওনেল মেসি ছাড়া ভাবাই যেত না। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর দলটি অবশ্য ভিন্নভাবে চলছে। কোচ লিওনেল স্ক্যালোনিও বলছেন, মেসির ওপর সেই অতিনির্ভরতা কমে গেছে আলবিসেলেস্তেদের। এখন আর মেসি না থাকলে লাইনআপে সেরকম বদল হয় না। বিশ্বকাপ বাছাইয়ে আজ বুধবার ভোর ৬টায় কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে কথা বলেছেন লিওনেল স্ক্যালোনি। তার মতে, ‘দলটা এখন এমন পর্যায়ে যেখানে লিওকে নিয়ে কিংবা ছাড়া একইভাবে খেলতে পারে। অথচ অতীতে বিষয়টা আরও জটিল ছিল। তখন কিছু খেলোয়াড় বদল করতে হতো।আর্জেন্টিনার হয়ে মেসির অভিষেক ২০০৫ সালে। তার পর থেকে ১৯২ ম্যাচে ১১২ গোল করেছেন তিনি। তার নেতৃত্বেই ২০২২ সালে বিশ্বকাপ খরা ঘুচিয়েছে দল। তাছাড়া ২০০৮ সালে ঘরে তুলেছে বেইজিং অলিম্পিক। তবে সময় যত গড়িয়েছে তাকে ছাড়া মানিয়ে নিয়েছে আর্জেন্টিনা। মার্চে ইনজুরির জন্য খেলতে পারেননি। কিন্তু তাকে ছাড়াই আর্জেন্টিনা উরুগুয়েকে ১-০ গোলে আর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে। তখনই তারা মূল পর্ব নিশ্চিত করেছে। দীর্ঘ বিরতির পর এবারের বাছাই পর্বের ম্যাচে ফিরলেও খেলেছেন বদলি হয়ে। গত সপ্তাহে তারা ওই ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়েছে। ইন্টারনেট