স্প্যানিশ সুপার কাপে রোমাঞ্চকর এক লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতলো বার্সেলোনা। গত ১১ জানুয়ারি দিনগত রাতে জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে রেকর্ড ১৬ বারের মতো সুপার কাপের ট্রফি ঘরে তুলল বার্সেলোনা। এই জয়ে গত অক্টোবরে লিগ ম্যাচে রিয়ালের কাছে হারের প্রতিশোধও নিয়ে নিলো বার্সেলোনা। পাশাপাশি কোচ হিসেবে আট ফাইনালের সবকটিতে জয়ের অবিশ্বাস্য রেকর্ড অক্ষুণ্ন রাখলেন বার্সার জার্মান কোচ হান্সি ফ্লিক। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে একচ্ছত্র আধিপত্য দেখায় বার্সেলোনা। তবে গোলের খাতা খোলে ম্যাচের ৩৫ মিনিটে। ফের্মিন লোপেসের পাস থেকে বাঁ পায়ের নিপুণ শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। এরপরই শুরু হয় নাটকের আসল অংক। তিন মিনিট যোগ করা সময় শেষ হয় ৯ মিনিটে। এই সময়ে গোল হয় তিনটি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র অসাধারণ একক নৈপুণ্যে রিয়ালকে সমতায় ফেরান। তবে লস ব্লাঙ্কোদের সেই উল্লাস দুই মিনিটও স্থায়ী হয়নি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রবার্ত লেভানদোভস্কি আবারও ব্যবধান বাড়ান। কোর্তোয়ার মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে পাঠিয়ে বার্সাকে আবারও এগিয়ে নেন তিনি। নাটকের তখনো বাকি ছিল। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রিয়ালের তরুণ তুর্কি গন্সালো গার্সিয়া জটলার ভেতর থেকে গোল করে ফের সমতা আনেন। ২১ শতকের ক্ল্যাসিকোর ইতিহাসে প্রথমার্ধের যোগ করা সময়ে তিন গোলের রেকর্ড এটাই প্রথম। বিরতির পর সমানে সমান লড়াই চললেও ৭১ মিনিটে ভাগ্য সহায় হয় বার্সেলোনার। বক্সের ভেতর রাফিনিয়ার নেয়া শট রিয়াল ডিফেন্ডার রাউল আসেন্সিওর পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। এই আত্মঘাতী গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সা।