বৃহত্তর সিলেটের আলোকিত সন্তান হামজা চৌধুরী নিজ জন্মভূমিতে ফুটবলপ্রেমীদের ভালোবাসায় সিক্ত হলেন। বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে খেলতে সিলেটে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী। গতকাল সোমবার সকাল ১১টা ৩৫ দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সঙ্গে ছিলেন তার মা-স্ত্রী ও পরিবারের সদস্যরা। বিমানবন্দরে পৌছার পর হামজা চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাফুফের কর্মকর্তারা।গত ১৬ মার্চ রোববার দিবাগত রাত বাংলাদেশ সময় ২টায় যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন হামজা। তারকা ফুটবলার হামজার পৈত্রিক বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে।
বাংলাদেশের জার্সিতে ভারতের বিপক্ষে মাঠে নামার জন্য প্রথমবারের মতো দেশে এসে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এ কৃর্তী ফুটবলার। তার আগমণ ঘিরে সিলেট বিমানবন্দরে ভীড় জমান শত শত ভক্ত-সমর্থক। হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে সিলেটে এসেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বেশ কয়েকজন কর্মকর্তা।
হামজার আগমনে গণমাধ্যমকর্মীদের ভীড়ও ছিল লক্ষ্যণীয়। বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন এই ইংলিশ ফুটবলার। তবে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় খুব বেশি কিছু বলতে পারেননি হামজা চৌধুরী। পরে সেখান থেকে আবার বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢুকে যান। পরে বেলা দেড়টার দিকে পুলিশ এসকটের মাধ্যমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে হবিগঞ্জের উদ্যেশ্যে রওয়ানা দেন। হামজা চৌধুরীকে স্বচক্ষে এক নজর দেখার জন্য সিলেট ওসমানী বিমানবন্দরের বাইরে অনেক সমর্থক ও ফুটবলপ্রেমীরা ভিড় জমান। কেউ ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন, কেউ আবার খালি হাতে শুধু এক নজর দেখার জন্য বিমানবন্দরে এসেছেন।
বাফুফে সদস্যরা জানিয়েছেন, বিমানবন্দর থেকে ফুটবলার হামজা পৈত্রিক বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে যাবেন। হবিগঞ্জ থেকে তিনি আজ মঙ্গলবার ঢাকায় যাওয়ার কথা। এরপর আগামীকাল বুধবার অনুশীলনে যোগ দিবেন।