এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের বাছাইয়ে সেরা রানার্সআপ হয়ে মূল পর্বে উঠেছে বাংলাদেশ। সেই লাওসে আবারও খেলতে যাচ্ছেন আফঈদা খন্দকাররা। তবে এবার দেশের হয়ে খেলতে নয়, ভুটানের রয়েল থিম্পু কলেজের জার্সিতে খেলবেন। এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে ভুটানের দলটি ২৭ আগস্ট প্লেঅফ ম্যাচ খেলবে। তাদের হয়ে খেলতে বাংলাদেশের ৫ ফুটবলার তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, শাহেদা আক্তার রিপা, আফঈদা ও স্বপ্না রানীর ভুটানযাত্রা। বাংলাদেশ দুইবার সাফ চ্যাম্পিয়ন হলেও এখনও এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেনি। দুর্বল লিগের কাঠামোর কারণে তা হয়নি। অথচ ভুটানের ক্লাব প্রতি বছর খেলছে। গত আসরে বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা থিম্পু কলেজের হয়ে খেলেছিলেন। সাবিনা খাতুন থাকলেও নিবন্ধন জটিলতায় মাঠে নামতে পারেননি। বাংলাদেশ অধিনায়ক আফঈদা ভুটানের ক্লাবের হয়ে লাওস যাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লিখেছেন, ‘এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতে ভুটান থেকে লাওসের উদ্দেশে রওনা দিলাম। রয়েল থিম্পু কলেজের হয়ে আমরা অংশগ্রহণ করবো টুর্নামেন্টে। নিজেদের সেরাটা দিয়ে যেন খেলতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ আরেক ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপাও লিখেছেন, ‘লাওসে অনুষ্ঠিত এএফসি উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে আমরা খেলবো। আমরা রয়েল থিম্পু কলেজের হয়ে বাংলাদেশ থেকে তহুরা আপু, শামসুন্নাহার জুনিয়র, আমি, আফঈদা ও স্বপ্না খেলবো। আমাদের জন্য দোয়া করবেন।’
ফুটবল
লাওসে আবারও নিজেদের সেরাটা দিতে চান আফঈদারা
এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের বাছাইয়ে সেরা রানার্সআপ হয়ে মূল পর্বে উঠেছে বাংলাদেশ
Printed Edition
