বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের সাবেক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস অপরাজিত গতিতে এগিয়ে যাচ্ছে। লিগের শুরুটা ড্র দিয়ে হলেও এরপর টানা চতুর্থ জয় পেয়েছে তারা। যার সর্বশেষটি এসেছে শুক্রবার। মুন্সিগঞ্জে এদিন তারা হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। গতকাল বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের পঞ্চম রাউন্ডের একটি মাত্র খেলা অনুষ্টিত হয়েছে। মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে কোন প্রতিদ্বন্ধীতাই গড়তে পারেনি গোপীবাগের ক্লাবটি। দেশী-বিদেশী একঝাঁক তারকা নিয়ে গড়া দলটি ৫-১ গোলের সহজ পার্থক্যে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। এর আগের ম্যাচে রহমতগঞ্জের জালেও পাঁচটি গোল দিয়েছিল কিংস। বসুন্ধরা কিংস ম্যাচে ৫ গোল করলেও প্রথম গোলের জন্য ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। যদিও ম্যাচের তৃতীয় মিনিটে কিংসকে এগিয়ে দেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন রাকিব হোসেন। তবে বল নিয়ে বক্সে প্রবেশ করে শট নিতে দেরি করায় কর্নারের বিনিময়ে ব্রাদার্স ইউনিয়নকে রক্ষা করেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার।ব্রাজিলিয়ান ডরিয়েল্টন কিংসের গোলসূচনা করেন। ইনজুরি সময়ে ফয়সাল আহমেদ ফাহিম ব্যবধান দ্বিগুণ করেন ২-০। প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল পাওয়ার মতো প্রথম সুযোগ পায় ব্রাদার্স। কিন্তু বক্সের বাইরে থেকে জামাল ভূঁইয়ার নেওয়া ফ্রি কিক দারুণ ক্ষিপ্রতায় বাঁদিকে শূণ্যে ভেসে কর্নারের বিনিময়ে প্রতিহত করেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। সেই কর্নার শেষেই বিরতির বাঁশি বাজান রেফারি।
দ্বিতীয়ার্ধে দশ মিনিটের মধ্যে দুই গোল পায় শিরোপা প্রত্যাশি দলটি। নাইজেরিয়ান এমানুয়েল ৫০ ও সোহেল ৫৪ মিনিটে গোল করেন। ডরিয়েল্টন ৭৭ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করলে ৫-০ গোলে এগিয়ে যায় কিংস। অন্যদিকে একদম শেষ মুহূর্তে এক গোল শোধ করে ব্রাদার্স ইউনিয়ন। ৯০ মিনিটে জামালের কর্নার থেকে জাল খুঁজে নেয় মোজাম্মেল হোসেনের হেড। এরপর আর কোনো গোল না হলে বড় জয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। জাতীয় দলের এক সময়ের নির্ভরযোগ্য গোলরক্ষক ছিলেন আনিসুর রহমান জিকো। জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অপছন্দ ও ব্যক্তিগত কিছু কারণে তিনি নিজের জায়গা ধরে রাখতে পারেননি। সাম্প্রতিক সময়ে জিকো আবার ক্লাবে নিয়মিত খেলা শুরু করেছেন। এএফসি চ্যালেঞ্জ লিগে কিংসের হয়ে কুয়েতে ম্যাচে খেলেছেন। এবার লিগেও দুটি ম্যাচ খেলেছেন। এদিন প্রতিপক্ষের বেশ কয়েকটি আক্রমণ ঠেকিয়ে দলকে ভালো সার্ভিস দিয়েছেন।
পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ি লিগের পাঁচ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে কিংস নিজেদের শীর্ষস্থান সুসংহত করেছে। অপরদিকে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ব্রাদার্স ইউনিয়ন হেরে যাওয়ায় পয়েন্ট টেবিলে খানিকটা পিছিয়ে পড়েছে। আজ শনিবার ফর্টিজ ক্লাব - ঢাকা আবাহনীকে হারাতে পারলে ১০ পয়েন্টে নিয়ে টেবিলের দ্বিতীয় ¯’ানে উঠে আসবে। অপরদিকে রহমতগঞ্জ -আরামবাগের বিপক্ষে জিতলে তাদেরও ১০ পয়েন্ট হবে। যদি রহমতগঞ্জ ও ফর্টিজ দুই দলই পয়েন্ট হারায় তাহলে বসুন্ধরা কিংস তিন পয়েন্টের বেশি এগিয়ে থাকবে পয়েন্ট টেবিলে।