প্রিমিয়ার ফুটবল লিগের সাবেক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে রুখে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। শনিবার অনুষ্টিত দ্বিতীয় পর্বের ম্যাচে রহমতগঞ্জের সাথে গোলশূন্য ড্র করায় শিরোপা লড়াই থেকে আরও দূরে সরে গেলো তপু-লেসকানোরা। অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে পূর্ন পয়েন্টের দেখা পেয়েছে। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জের মধ্যকার ম্যাচটি দর্শকদের প্রাণ জুড়াতে পারেনি। বড় বাজেটে গড়া দলটির বিপক্ষে চমৎকার খেলে পয়েন্ট আদায় করে নিয়েছে পুরানো ঢাকার দলটি। প্রথমার্ধে ২৭ মিনিটে ভালো আক্রমণ শাণায় রহমতগঞ্জ। সলোমন কিংয়ের ফ্রি কিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। দুই মিনিট পর সতীর্থের কাটব্যাকে বক্সে ভালো জায়গায় থাকলেও রিসিভ করতে পারেননি হুয়ান এদুয়ার্দো লেসকানো। কিংসের আর্জেন্টাইন ফরোয়ার্ড নিজেকে মেলে ধরতে ব্যর্থ হওয়ায় প্রথমার্ধের শেষে তাকে তুলে নেন তিতে।

৪২ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট হয় কিংসের। বাঁ দিক থেকে আসা ক্রস আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়েও নাগাল পাননি গোলকিপার শহীদুল আলম সোহেল। ফাঁকা পোস্টে বল জড়াতে টোকা দিতে গোলমুখে ছুটেছিলেন রাকিব হোসেন, কিন্তু বলের গতির সঙ্গে তাল মেলাতে পারেনি। হতাশায় মুখ ঢাকেন এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধেও খেলা হতে থাকে একই ধাঁচে। তাতে শেষ পর্যন্ত রহমতগঞ্জের প্রতিরোধে ভেঙ্গে লিগের ফিরতি লেগের দেখায় জালের নাগালই পেলো না কিংস। ফলে রহমতগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করে বসুন্ধরা কিংস ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে। রহমতগঞ্জের পয়েন্ট ১৯। প্রথম লেগে পুরান ঢাকার দলটির বিপক্ষে ৪-১ গোলে জিতেছিল কিংস।