হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, শমিত সোমদের নিয়ে বাংলাদেশের ফুটবলে এখন প্রবাসীদের ভিড়। তাদের সঙ্গে বাংলাদেশের ফুটবলে নতুন যুক্ত হয়েছেন প্রবাসী কিউবা মিচেল। ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে থাকতেই শুরু হয় তাকে নিয়ে আলোচনা। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে সেই কিউবা মিচেল নাম লেখান বাংলাদেশের প্রিমিয়ার লিগের একাধিক শিরোপা জয়ী দল বসুন্ধরা কিংসে। জাতীয় দলের হয়ে তার স্বপ্ন বিশ্বকাপ খেলা। বাংলাদেশের পুরুষ ফুটবল দল ফিফা র্যাঙ্কিংয়ে সবসময়ই নিচের দিকে থাকে। তাদের বর্তমান অবস্থান ১৮৪ নম্বরে। এমন একটা দলের পক্ষে বিশ্বকাপে কোয়ালিফাই করা যে কতটা কঠিন- সেটা আর বলার অপেক্ষা রাখে না। তারপরও কিউবার স্বপ্ন দেখতে বাঁধা নেই। একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, ‘বিশ্বকাপে খেলা কঠিন হলেও অসম্ভব নয়। আমাদের দলটা গড়ে উঠছে, একসঙ্গে থাকলে সব সম্ভব।’ বাংলাদেশে আসার পর কেমন লাগছে প্রসঙ্গে বলেন, ‘প্রথম অনুশীলনের দিনটা ভালো কেটেছে। একাডেমির খেলোয়াড়রা অনুশীলন করছিল, ছবি তুলতে এসেছিল। এটা আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে। কারণ আমি নিজেও একসময় একাডেমির খেলোয়াড় ছিলাম।’
ফুটবল
বাংলাদেশের বিশ্বকাপ খেলা কঠিন হলেও অসম্ভব নয় --কিউবা মিচেল
হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, শমিত সোমদের নিয়ে বাংলাদেশের ফুটবলে এখন প্রবাসীদের ভিড়।