আগামীকাল শুক্রবার ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ড্র। সেখানে কি কেবলই পট থেকে বল তুলে কোন গ্রুপে কে, সেটা নির্ধারণ হবে? না, থাকছে ঝলমলে আয়োজন। লাখ লাখ দর্শককে আনন্দ দিতে মঞ্চে হাজির হবেন বিনোদন জগতের নামিদামি ব্যক্তিরা। এই শো যৌথভাবে সঞ্চালনা করবেন সুপারমডেল, প্রযোজক ও এমিজয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হাইডি ক্লুম এবং আমেরিকান কৌতুক অভিনেতা কেভিন হার্ট। মঞ্চে আনন্দের খোরাক যোগাতে আরও থাকবেন অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজ। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপের আগেও ড্রয়ের ইভেন্টে অংশ নিয়েছিলেন ক্লুম। ২০ বছর পর আবারো একই মঞ্চে থাকার রোমাঞ্চ কাজ করছে ৫২ বছর বয়সী সুপারমডেলের মনে, ‘আবারো ফাইনাল ড্র সঞ্চালনা করতে যাচ্ছি, এটা সত্যিই অসাধারণ। ২০ বছর আগে আমার দেশের মাটিতে একই শোতে ছিলাম। বিশ্বকাপের মতো অন্য কিছু পুরো বিশ্বকে একত্রিত করতে পারে না। তিন স্বাগতিক দেশসহ ৪৮ দলকে নিয়ে হতে যাওয়া সেই জাদুকরী মুহূর্তের অংশ হতে পারা অনেক সম্মানের।’ দর্শক-শ্রোতারা কিছু লাইভ পারফরম্যান্সও দেখতে পাবেন।

ধ্রুপদী কণ্ঠ নিয়ে হাজির হবেন মায়েস্ত্রো আন্দ্রে বোসেল্লি। তার পাশে থেকে গানে গানে দর্শকদের মন মাতাতে থাকবেন জনপ্রিয় ইংরেজ গায়ক রবি উইলিয়ামস। মঞ্চে দাঁড়াবেন আমেরিকান গায়ক ও পুরস্কার জয়ী নিকোল শেরজিঙ্গার। ড্রয়ের পর পপ সংগীতদল ভিলেজ পিওপল তাদের ওয়াই.এম.সি.এ. গান পরিবেশন করবে। ড্র অনুষ্ঠানে বিনোদন জগতের কারা থাকছেন, তা চূড়ান্ত হলেও দল বাছাইয়ের প্রক্রিয়ায় কারা থাকবেন তা পরে জানানো হবে। ফাইনাল ড্রয়ের অনুষ্ঠান ফিফাডটকম ও বিশ্বকাপের সোশ্যাল মিডিয়া চ্যানেলে সরাসরি দেখা যাবে।

এক নজরে দেখে নেব খুঁটিনাটি : চার বছর পরপর আয়োজিত এই ড্রই ঠিক করে দেয় কোন দলের সামনে কেমন পথ অপেক্ষা করছে। রেকর্ড ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ড্রকে ঘিরে ফুটবল-সমর্থকদের আগ্রহ তুঙ্গে।

কবে, কোথায় ড্র : বাংলাদেশ সময় শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে অনুষ্ঠিত হবে ড্র অনুষ্ঠান।

ড্র কীভাবে হবে : মোট চারটি পটে থাকবে ৪৮ দল। প্রতিটি পটে থাকবে ১২টি করে দল। শুরু হবে পট-১ দিয়ে। প্রতিনিধিরা প্রতিটি পট থেকে একটি করে বল তোলার মাধ্যমে ‘এ’ থেকে ‘এল’ ১২টি গ্রুপ পূরণ করবেন। প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল।

পট-১: শীর্ষ বাছাই ১২ দল : ফিফা র‌্যাংকিং এবং স্বাগতিক সুবিধা অনুযায়ী পট-১ এ রাখা হয়েছে শীর্ষ ১২ দলকে।

পট-১ দলগুলো : কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি। স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড র‌্যাংকিংয়ের শীর্ষ চার দলকে আলাদা ব্র্যাকেটে রাখা হবে। ফিফা জানিয়েছে, চার দলই যদি গ্রুপ সেরা হয়, সেক্ষেত্রে সেমিফাইনালের আগে তাদের মুখোমুখি হতে হবে না।

পট-২, ৩ ও ৪ : পট-২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।

পট-৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, দক্ষিণ আফ্রিকা।

পট-৪: জর্ডান, কেপ ভার্দে, কুরাসাও, ঘানা, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপীয় প্লে–অফ বিজয়ী (এ, বি, সি, ডি), আন্তঃমহাদেশীয় প্লে-অফ বিজয়ী (১, ২)।

ছয় দল এখনো বাকি : এখন পর্যন্ত ৪২ দল নিশ্চিত করেছে বিশ্বকাপের মূলপর্বে জায়গা। আগামী মার্চে ২২ দলের প্লে-অফ শেষে চূড়ান্ত হবে বাকি ৬ দল।

কনফেডারেশন সংক্রান্ত নিয়ম : কোনো গ্রুপে ইউরোপ ছাড়া একই কনফেডারেশনের দুটি দল রাখা হবে না। যেহেতু ইউরোপ থেকে আসছে ১৬ দল, তাই প্রতিটি গ্রুপে সর্বোচ্চ দুটি ইউরোপীয় দল থাকতে পারবে।

ইরানের বয়কট : যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধিদলের সদস্যদের ভিসা না দেয়ায় ড্র অনুষ্ঠান বয়কট করেছে ইরান। দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে কর্মকর্তারা নানা বাধার মুখে পড়েছেন। হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইরানের ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিষয়টি সমাধানে তারা ফিফার সঙ্গে যোগাযোগ করেছে।

কীভাবে দেখবেন ড্র : ২০২৬ বিশ্বকাপের ড্র সরাসরি সম্প্রচার করবে ফিফা ডটকম এবং ফিফার অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো। এছাড়া ফিফার অনুমোদিত আন্তর্জাতিক মিডিয়া পার্টনাররাও অনুষ্ঠানটি সম্প্রচার করবে। ইন্টারনেট