বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ (বিসিবি) দেশের সকল ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বৃহস্পতিবার ক্রীড়া পরিষদ এই নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, প্রতিটি ফেডারেশন বা অ্যাসোসিয়েশনকে পাঁচ সদস্যের কমিটি গঠন করতে হবে। কমিটিতে অন্তত তিনজন নারী সদস্য থাকতে হবে। উক্ত কমিটি গঠন করে আগামী ১৯ নভেম্বরের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদে প্রেরণ করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, নারীদের যৌন হয়রানি প্রতিরোধে ২০০৯ সালে উচ্চ আদালত বিভাগ শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন হয়রানি প্রতিকার ও প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে। ওই শিরোনামে জারিকৃত আদেশ অনুযায়ী, ক্রীড়া পরিষদ ক্রীড়া ক্ষেত্রে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, কেউ হয়রানির শিকার হলে ওই কমিটির কাছে অভিযোগ দাখিল করবেন। যদি নিজ নিজ ফেডারেশনের উক্ত কমিটি অভিযোগ আমলে নিয়ে প্রতিকার না করে বা তদন্ত না করে কিংবা অভিযোগ নিষ্পত্তিতে ভুক্তভোগী সন্তুষ্ট না হয়, সেক্ষেত্রে ক্রীড়া পরিষদের নিকট অভিযোগ করতে পারবে।

সম্প্রতি বাংলাদেশের নারী ক্রিকেটার জাহানারা আলম বিসিবির সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। তার অভিযোগের পর ক্রিকেটের আরও অনেকে যৌন হয়রানি, অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগ করেছেন। এর আগে বাংলাদেশের নারী ফুটবলাররা যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। অন্যান্য ক্রীড়া ক্ষেত্র থেকেও হয়রানির অভিযোগ এসেছে।

বিসিবি এরই মধ্যে জাহানারার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে।