২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এক বছরও বাকি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত হতে যাওয়া এবারের আসর মাত্র ১০ মাস দূরে। এর মধ্যে বিশ্বকাপ ঘিরে ছড়াতে শুরু করেছে নানামুখী উত্তাপও। ব্রাজিল দর্শকদের জন্য সেই উত্তাপের ফল আপাতত নেতিবাচক। ব্রাজিলের এক সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্তের কারণে বিশ্বকাপে মাঠে বসে খেলা দেখা থেকে বঞ্চিত হতে পারেন ব্রাজিলের দর্শকেরা। গত বৃহস্পতিবার সিএনএন ব্রাজিলের সাংবাদিক লৌরিভাল সান’আনার করা এক প্রতিবেদনে এমন শঙ্কার কথা বলা হয়েছে। প্রতিবেদনে জানা গেছে, ট্রাম্প ব্রাজিলিয়ান নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা নিষিদ্ধ করার কথা ভাবছেন। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আগামী বছর ব্রাজিলের দর্শক যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখতে পারবেন না। অথচ ভৌগোলিক নৈকট্যের কারণে বিপুলসংখ্যক ব্রাজিলিয়ানের যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখার সম্ভাবনা আছে। সিএনএন জানিয়েছে, গত সপ্তাহে ব্রাজিলীয় সিনেটরদের ওয়াশিংটন ভ্রমণের সময়ই ভিসা সীমাবদ্ধতা কার্যকর করা হয়েছে। ফলে রাজনীতিকেরাও এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর শর্তযুক্ত ভিসা পাচ্ছেন।
ফুটবল
বিশ্বকাপে ব্রাজিল সমর্থকদের নিষিদ্ধ করতে পারেন ট্রাম্প
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এক বছরও বাকি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত হতে যাওয়া এবারের আসর মাত্র ১০ মাস দূরে। এর মধ্যে বিশ্বকাপ ঘিরে ছড়াতে শুরু করেছে নানামুখী উত্তাপও। ব্রাজিল দর্শকদের জন্য সেই