গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। সেই প্রতিপক্ষের বিপক্ষেই ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে সেলেসাওরা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘রোড টু ২৬’ প্রস্তুতি সিরিজে ব্রাজিল, ফ্রান্স, ক্রোয়েশিয়া ও কলম্বিয়া—এই চারটি বিশ্বকাপ নিশ্চিত করা দল অংশ নিচ্ছে।

এই সিরিজের প্রথম ম্যাচে ২৬ মার্চ ব্রাজিল মুখোমুখি হবে ফ্রান্সের। ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে অনুষ্ঠিত হবে এই বহুল প্রত্যাশিত ম্যাচ। এরপর ১ এপ্রিল ফ্লোরিডার অরল্যান্ডোতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে।

আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল ও ফ্রান্সের দ্বৈরথকে অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তর্মহাদেশীয় লড়াই হিসেবে ধরা হয়। এখন পর্যন্ত দুই দল ১৮ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ফ্রান্স জিতেছে ৭টি ম্যাচ, ৬টি ম্যাচ ড্র হয়েছে। সবশেষ ২০২৪ সালের জুনে প্যারিসে ২-১ গোলে ব্রাজিলকে হারায় ফরাসিরা।

ফিফার আন্তর্জাতিক বিরতিতে সিরিজের প্রথম দিনে আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে কলম্বিয়া। এরপর ২৯ মার্চ ম্যারিল্যান্ডের ল্যান্ডোভারে কলম্বিয়া ও ফ্রান্স একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে।

এদিকে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে ব্রাজিল ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। ছয় দিন পর হাইতির মুখোমুখি হবে তারা এবং ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে সেলেসাওরা। অন্যদিকে ফ্রান্স ১৭ জুন সেনেগালের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। তাদের গ্রুপে আরও রয়েছে নরওয়ে এবং প্লে-অফ থেকে উঠে আসা একটি দল।

‘রোড টু ২৬’ সিরিজের সূচি

  • ২৬ মার্চ, রাত ২টা: ব্রাজিল বনাম ফ্রান্স
  • ২৭ মার্চ, ভোর ৫টা ৩০: ক্রোয়েশিয়া বনাম কলম্বিয়া
  • ২৯ মার্চ, রাত ১টা: কলম্বিয়া বনাম ফ্রান্স
  • ১ এপ্রিল, ভোর ৬টা: ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া