DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ফুটবল

ব্রুনোর হ্যাটট্রিকে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানইউ

ওল্ড ট্র্যাফোর্ডের ইউরোপা লিগের শেষ ষোলোতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করলেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। তার হ্যাটট্রিকে ভর করে ৪-১ ব্যবধানে (দুই লেগ মিলিয়ে ৫-২) জয়লাভ করে কোয়ার্টার ফাইনালের টিকিট

স্পোর্টস ডেস্ক
Printed Edition
Man-united-

ওল্ড ট্র্যাফোর্ডের ইউরোপা লিগের শেষ ষোলোতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করলেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। তার হ্যাটট্রিকে ভর করে ৪-১ ব্যবধানে (দুই লেগ মিলিয়ে ৫-২) জয়লাভ করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করলো ইউনাইটেড। দশম মিনিটেই ঝড় উঠে ইউনাইটেড শিবিরে। ডাচ ডিফেন্ডার ম্যাথাইস ডি লিট রিয়াল সোসিয়েদাদের তারকা মিখেল ওইয়ারজাবালকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সুযোগ হাতছাড়া না করে ঠান্ডা মাথায় গোল করেন ওইয়ারজাবাল, সফরকারীদের এনে দেন আগুয়ান লিড।তবে ইউনাইটেড দ্রুতই ঘুরে দাঁড়ায়। মাত্র ছয় মিনিটের ব্যবধানে রাসমুস হজল্যান্ড ফাউলের শিকার হলে পেনাল্টির সুযোগ পায় ইউনাইটেড। স্পট-কিক থেকে দলকে সমতায় ফেরান ফার্নান্দেস।ম্যাচের ৫০ মিনিটে ইউনাইটেডের আরও একটি পেনাল্টির সুযোগ আসে। এ সময় ম্যানইউর প্যাট্রিক ডোর্গুকে রিয়াল সোসিয়েদাদের ডিফেন্ডার আরিতজ এলুস্তোন্দোর ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত হয়। ফার্নান্দেস দ্বিতীয়বারের মতো সফল স্পট-কিক নেন এবং ইউনাইটেডকে এগিয়ে দেন। ৬৩ মিনিটে ম্যাচ আরও কঠিন হয়ে যায় সোসিয়েদাদের জন্য। ডোর্গুকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জন আরামবুরু। ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা, আর সেই সুযোগ কাজে লাগাতে এক মুহূর্তও দেরি করেনি ইউনাইটেড।শেষ বাঁশি বাজার আগেই আরও দুটি গোল আসে ইউনাইটেডের পক্ষে। ৮৭ মিনিটে নিচু শটে বল জালে জড়িয়ে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন ব্রুনো ফার্নান্দেস। যোগ করা সময়ে (৯০+১) চতুর্থ গোলটি করেন তার পর্তুগিজ সতীর্থ দিয়েগো দালত।ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এটি শুধু একটি জয় নয়, এটি ছিল আত্মবিশ্বাসের পুনর্জাগরণ। এবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের ক্লাব লিওঁর বিপক্ষে তারা কি পারবে এই ফর্ম ধরে রাখতে? সময়ই দেবে উত্তর শেষ আটে কে কার মুখোমুখি হচ্ছে

ইউরোপা লিগে শেষ আটে ফরাসি ক্লাব লিওর বিপক্ষে খেলবে আমোরিমের দল। এদিকে টটেনহ্যাম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের। নরওয়েজিয়ান ক্লাব বোডোর বিপক্ষে খেলবে ইতালিয়ান ক্লাব লাৎজিও।আর স্কটিশ ক্লাব রেঞ্জার্সের বিপক্ষে শেষ আটে খেলবে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাও।