ফুটবল বিশ্বে ২০২৫ সালে অনেক ঘটন-অঘটন ঘটলেও গোলবক্সে কিলিয়ান এমবাপ্পের দাপট ছিল অবিসংবাদিত। রিয়াল মাদ্রিদের হয়ে দলীয় পারফরম্যান্স চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেলেও ব্যক্তিগত নৈপুণ্যে সবাইকে ছাড়িয়ে গেছেন এই ফরাসি ফরোয়ার্ড। বছর শেষে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সর্বোচ্চ গোলের মালিক হওয়ার পাশাপাশি তিনি স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর এক যুগের পুরনো এক কীর্তি। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে এক পঞ্জিকাবর্ষে ৫৯টি গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘ ১২ বছর পর মাদ্রিদের খেলোয়াড় হিসেবে সেই মাইলফলক ছুঁলেন এমবাপ্পে।
২০২৫ সালে রিয়ালের হয়ে তিনি করেছেন সমান ৫৯ গোল। এর মধ্যে ৩০টি এসেছে ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে এবং বাকি ২৯টি চলমান ২০২৫-২৬ মৌসুমে। রিয়ালে নিজের প্রথম পূর্ণাঙ্গ পঞ্জিকাবর্ষে ৫৮ ম্যাচ খেলে ১১টি ম্যাচে জোড়া গোল এবং ৪টি হ্যাটট্রিক করেছেন তিনি। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ২০২৫ সালে এমবাপ্পে মোট ৬৭ ম্যাচে করেছেন ৬৬ গোল। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন, ৬৫ ম্যাচে তার গোল সংখ্যা ৬০। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড ৫৫ ম্যাচে করেছেন ৫৭ গোল। তবে ম্যাচপ্রতি গোলের গড়ে হলান্ড শীর্ষ তিনজনের মধ্যে সবার উপরে। তবে তালিকার চতুর্থ স্থানে থাকা নামটি ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে।