সবার আগে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল জাপান। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে বাদ দিলে নীল সামুরাই প্রথম দল হিসেবে আসন্ন বিশ্বকাপে সুযোগ পেয়েছে। সব মিলিয়ে টানা অষ্টমবারের মতো বিশ্ব আসরে জায়গা পেয়েছে তারা।বৃহস্পাতিবার এশিয়ান অঞ্চলের বাছাই পর্বে বাহরাইনকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে জাপান। দলের হয়ে গোল দুটি করেছেন দিয়াচি কামাদা ও তাকেফুসা কুবো। এতে ‘সি’ গ্রুপে শীর্ষ দল জাপান ১৯ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। এবারের বিশ্বকাপে মোট ৪৮ দল অংশ নেবে। তার মধ্যে এশিয়া অঞ্চল থেকে সুযোগ পাবে ৮ দল। এশিয়ান বাছাই পর্বে ১৯ দল তিন গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি বিশ্বকাপে খেলবে। আর তৃতীয় ও চতুর্থ দলরা বাছাই পর্বের পরের রাউন্ড খেলবে। মোট ৬ দল আবার ভাগ হবে দুই গ্রুপে । দুই গ্রুপের শীর্ষ দুই দল সুযোগ পাবে বিশ্বকাপে। আর রানার্স-আপরা নিজেদের মধ্যে খেলবে প্লে-অফ। জয়ী দল পরে মহাদেশীয় প্লে-অফে খেলবে।১৯৯৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলে জাপান। সর্বশেষ কাতার বিশ্বকাপে শেষ ষোলোয় খেলেছিল পূর্ব এশিয়ার দলটি।
ফুটবল
সবার আগে ২০২৬ বিশ্বকাপে জাপান
সবার আগে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল জাপান। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে বাদ দিলে নীল সামুরাই প্রথম দল হিসেবে আসন্ন বিশ্বকাপে সুযোগ পেয়েছে। সব মিলিয়ে টানা অষ্টমবারের মতো বিশ্ব
Printed Edition
