এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। এই ম্যাচকে ঘিরে তুমুল আগ্রহ দেশের ফুটবলপ্রেমীদের মাঝে। কারণ এই ম্যাচে হামজা চৌধুরীর সঙ্গে দেখা যেতে পারে সামিত সোম ও ফাহমিদুল ইসলামকে। তবে শুরুতেই ফুটবলভক্তদের বিড়ম্বনায় পড়তে হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টিকিট বিক্রির প্রক্রিয়ায়। অনলাইনে যে সাইটে টিকিট বিক্রির কথা সেখানে মানুষ শুরুর দিনে ঢুকতেই পারেননি। শনিবার রাতে সাইবার আক্রমণের শিকার হয়েছিল বাফুফের টিকিটিং পার্টনার টিকিফাইয়ের ওয়েবসাইট। ফুটবলভক্তদের বিড়ম্বনার জন্য বাফুফে ও টিকিফাই ক্ষমাও চেয়েছে। তবে সাইবার আক্রমণের পরও অনেক টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে টিকিফাইয়ের কর্মকর্তা ইফতেখার ইফতি। তিনি বলেছেন, ‘আমাদের কিছু মেইনটেইন্সের কাজ চলছে। শিগগিরই আবার টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে। গতকাল অনেকে টিকিট সংগ্রহ করেছে। বেশ ভালো সংখ্যক টিকিট বিক্রি হয়েছে।’ তবে ঠিক কত শতাংশ বা কত হাজার টিকিট বিক্রি হয়েছে সেটা অবশ্য জানাতে পারেনি টিকিফাই। বাফুফে শনিবার রাত ১১টা ২০ মিনিটে সাইবার আক্রমণের ঘোষণা দিয়ে কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়। এরপরও নাকি তিন ঘণ্টার মধ্যে ভালো সংখ্যক টিকিট বিক্রি হলো, যা আরও ধোঁয়াশার সৃষ্টি করে। এ প্রসঙ্গে টিকিফাইয়ের ইফতি গণমাধ্যমে বলেছেন, ‘এখন পর্যন্ত যারা টিকিট সংগ্রহ করেছে আমাদের কাছে সকল তথ্য রয়েছে। অথরিটি (বাফুফে) চাইলে আমরা দিতে পারি। একজনের টিকিট আরেকজনের ইমেইলে যাওয়ার কোনো সুযোগ নেই, এটা কোনোভাবেই সিস্টেমে অ্যালাউ করবে না।’
ফুটবল
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ
সাইবার আক্রমণের পরও অনেক টিকিট বিক্রি হয়েছে দাবি টিকিফাইয়ের
এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। এই ম্যাচকে ঘিরে তুমুল আগ্রহ দেশের ফুটবলপ্রেমীদের মাঝে। কারণ এই ম্যাচে হামজা চৌধুরীর সঙ্গে দেখা যেতে পারে সামিত সোম