বিশ্বকাপ বাছাইয়ে গত রোববার তুরস্কের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পেয়েছে স্পেন। ম্যাচে গোল না পেলেও ৭৩ মিনিট পর্যন্ত মাঠে থেকে দুটি গোলে সহায়তা করেছেন লামিনে ইয়ামাল। কিন্তু দলের জয়ের পর খুব বেশি সময় আনন্দে থাকতে পারেননি ১৮ বছর বয়সী এই উইঙ্গার। টিম হোটেলের উদ্দেশে বাসে ওঠার পর জানা যায়, ইয়ামাল তাঁর পাসপোস্ট হারিয়ে ফেলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাসপোর্ট না পেয়ে ইয়ামাল যারপরনাই হতাশ, কারওবা কিছুর ওপর ক্ষুব্ধও। এ সময় কোনিয়ার তোরকু অ্যারেনার পার্কিংয়ে স্যুটকেস খুলে তাঁকে পাসপোর্ট খুঁজতেও দেখা যায়।