ফুটবল তারকা হওয়ার স্বপ্ন ছিল ২০ বছর বয়সী ব্রিটিশ ফুটবলার আবদুল লতিফ পুজের। তার প্রতিভা তাকে ইউরোপের শীর্ষস্থানীয় এক ক্লাবের চুক্তির কাছাকাছি পৌঁছে দিয়েছিল। কিন্তু একটি নির্মম ছুরিকাঘাত থামিয়ে দেয় তার জীবনের গতি। মঙ্গলবার ওল্ড বেইলি আদালত তার হত্যার দায়ে ওগুজকান ডেরেলিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন।বিচারক সারাহ হোয়াইটহাউস কেসি রায়ে জানান, খুনের দায়ে ডেরেলিকে ন্যূনতম ২৪ বছর কারাগারে কাটাতে হবে। এছাড়া তার বিরুদ্ধে আক্রমণাত্মক অস্ত্র বহনের দায়ে আরো দুই বছরের সাজা দেওয়া হলেও তা মূল সাজার সঙ্গে একযোগে চলবে।রায়ের সময় বিচারক বলেন, ‘আমরা হয়তো কখনোই জানতে পারব না কেন সেদিন তুমি গাড়ি থেকে নেমে গিয়ে লতিফকে হত্যা করলে। ইন্টারনেট।