ফরাসি ফুটবলের কিংবদন্তি জিনেদিন জিদান জানালেন, একদিন তিনি ফ্রান্স জাতীয় দলের কোচ হতে চান। তবে বর্তমানে দায়িত্বে থাকা দিদিয়ের দেশমের পরেই তিনি আসবেন কি না, সে বিষয়ে কিছু বলেননি তিনি।
রোববার ইতালির ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্ত আয়োজিত এক অনুষ্ঠানে জিদান বলেন ‘আমি নিশ্চিত, আমি আবার কোচিংয়ে ফিরব। এখনই নয়, তবে একদিন আমি জাতীয় দলকে কোচিং করাতে চাই। ৫৩ বছর বয়সী জিদান বর্তমানে দেশমের উত্তরসূরি হিসেবে সবচেয়ে বড় দাবিদার বলে মনে করা হচ্ছে। ২০১৮ সালের বিশ্বকাপজয়ী কোচ দেশম আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে। ইন্টারনেট