চেলসির আর্জেন্টাইন ফরোয়ার্ড এনজো ফের্নান্দেজ জাদুকরী এক গোলে সিটির হৃদয় ভেঙে দিলেন। শেষ মুহর্তে গোল খেয়ে টানা দুই ম্যাচ পয়েন্ট হারাল প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ের খেলা শেষে এক গোলে লিড নিয়ে নতুন বছরে প্রথম জয়ের অপেক্ষায় ছিল ম্যানচেস্টার সিটি। ছয় মিনিটের ইনজুরি টাইমের তখনও তিন মিনিট বাকি। বদলে গেল ম্যাচের চেহারা। রোববার চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করে ম্যানসিটি পয়েন্ট টেবিলে এক ধাপ উপরে উঠলেও আর্সেনাল ছয় পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে থাকল। ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট গানারদের। সমান ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাস্টন ভিলা। ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে চেলসি। বছরের প্রথম দিনে চেলসির কোচ এনজো মারেসকা চাকরি হারান। তাকে ছাড়া ম্যানসিটির বিপক্ষে পয়েন্ট আদায় করল চেলসি।
প্রথমার্ধের শেষ দিকে তিজানি রেইন্ডার্সের গোলে ইতিহাদ স্টেডিয়ামে কষ্টার্জিত জয়ের আশায় ছিল পেপ গার্দিওলার দল। কিন্তু ফের্নান্দেজ তাদের জয় ছিনিয়ে নিলেন। স্টপেজ টাইমের চতুর্থ মিনিটে মালো গুস্তো বক্সের মধ্যে গিয়ে বাঁ দিকে আর্জেন্টাইনের কাছে বল বাড়ান। প্রথমবারে বলে পা লাগাতে পারেননি ফের্নান্দেজ। ডানপায়ে তার দ্বিতীয় প্রচেষ্টা সিটি কিপার জিয়ানলুইজি দোনারুমা রুখে দিলেও লক্ষ্যভ্রষ্ট করতে পারেননি। পরের শটে জাল কাঁপান বিশ্বকাপ জয়ী তারকা। চেলসি অনূর্ধ্ব-২১ দলের কোচ ক্যালাম ম্যাকফারলেনের জন্য বড় অর্জন এটি।