সাত বছর পর আগামী মাসে থাইল্যান্ডে সাফ ফুটসালে অংশগ্রহণ করবে বাংলাদেশ নারী দল। ভালো ফলাফলের প্রত্যাশায় তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্য নির্বাহী কমিটি সর্বাত্মক সহযোগিতা করছে। পূর্বে ফুটসালে তেমন গুরুত্ব না থাকলেও এবার যথেষ্ট গুরুত্ব সহকারে ফুটসালের উন্নয়নে কাজ করছে বাফুফে। মেয়েদের পাশাপাশি জাতীয় পুরুষ ফুটসাল দল গঠন করেছে। যে দলটি প্রথমবারের মতো এশিয়ান ফুটসাল চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে খেলার প্রস্তুতি নিচ্ছে। মহিলা ও পুরুষ দুটি দলের প্রস্তুতিতেই কোন ঘাটতি রাখতে চায় না বাফুফে। তাইতো জাতীয় নারী ফুটসাল দলের জন্য দুজন নারী কোচ নিয়োগ দিয়েছে। ইতিমধ্যে তারা বাংলাদেশে এসে কাজ শুরু করেছে। ২০১৮ সালে এশিয়ান নারী ফুটসাল বাছাইয়ের পর বাংলাদেশ নারী দল আর কোনো টুর্নামেন্ট খেলেনি। সাত বছর পর আগামী মাসে থাইল্যান্ডে সাফ ফুটসালে অংশগ্রহণ করবে বাংলাদেশ। এজন্য ইতোমধ্যে সাবিনারা অনুশীলন করছেন। সোমবার নারী দলের জন্য দু’জন ইরানি কোচ ঢাকায় এসেছেন। তারা জাতীয় দলের অনুশীলনেও ছিলেন। বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেছেন, ‘ইরান থেকে আসা মিত্রা চিনসারি ও মাহানাজ আশতে গোলরক্ষক কোচ হিসেবে কাজ করবেন। দুই জনই অভিজ্ঞ ইরানি কোচ। বাফুফের সাথে চুক্তি অনুযায়ী তারা সাফ পর্যন্ত বাংলাদেশ নারী দলের সঙ্গে থাকবেন।’ বাংলাদেশ নারী ফুটবলে বিদেশি নারী কোচ কখনও কাজ করেনি। ফুটসালে পুনরায় যাত্রা শুরুর পরপরই আসলেন দুই নারী কোচ। ইরানের দুই নারী কোচ আসলেও হেড কোচের দায়িত্বে থাকছেন পুরুষ ফুটসাল দলের ইরানি কোচ সাঈদ খোদারাহমি। এ নিয়ে ইমরান বলেছেন, ‘সাঈদ অত্যন্ত অভিজ্ঞ কোচ। টুর্নামেন্টের সূচিতে একদিন পুরুষদের ম্যাচ, আরেকদিন মেয়েদের। এতে দুই দলে কোচিং করাতে অসুবিধা হবে না। টুর্নামেন্টের বাধ্যবাধকতা না থাকলেও মেয়েদের দলকে পর্যাপ্ত সহায়তা করতে নারী দলে দু’জন কোচিং স্টাফ এনেছি। দু’জনই ইরান থেকে এসেছে, যেন সাঈদের সঙ্গে বোঝাপড়া ভালো হয়।’ এদিকে বাংলাদেশ পুরুষ ফুটসাল দল এবার প্রথমবারের মতো এশিয়ান ফুটসাল চ্যাম্পিয়নশিপের বাছাই খেলেছে। এএফসির গাইডলাইন অনুযায়ী ফুটসালের কোচিং সনদপ্রাপ্ত কোচ প্রয়োজন ছিল। যা বাংলাদেশের কারও ছিল না। এজন্য বাফুফে ইরানি কোচ সাঈদকে এনেছিল। তার চুক্তি শেষ হলেও সাফ টুর্নামেন্ট পর্যন্ত নবায়ন হয়েছে।
ফুটবল
নারী ফুটসাল দলের জন্য আরো দুই ইরানি কোচ
সাত বছর পর আগামী মাসে থাইল্যান্ডে সাফ ফুটসালে অংশগ্রহণ করবে বাংলাদেশ নারী দল। ভালো ফলাফলের প্রত্যাশায় তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্য নির্বাহী কমিটি সর্বাত্মক সহযোগিতা করছে।
Printed Edition