ফুটবল
নারী দিবসে নারী নিরাপত্তা নিয়ে ঋতুপর্নার প্রশ্ন
দেশে সাম্প্রতিক সময়ে নারীদের উপর সহিংসতা বেড়েছে। খুন, ধর্ষণ এবং নির্যাতনের খবর শোনা যাচ্ছে অহরহ। শনিবার আন্তর্জাতিক নারী দিবসে নারীদের নিরাপত্তা নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ঋতুপর্না চাকমা।
Printed Edition
দেশে সাম্প্রতিক সময়ে নারীদের উপর সহিংসতা বেড়েছে। খুন, ধর্ষণ এবং নির্যাতনের খবর শোনা যাচ্ছে অহরহ। শনিবার আন্তর্জাতিক নারী দিবসে নারীদের নিরাপত্তা নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ঋতুপর্না চাকমা।প্রতিদিনই সামনে আসছে নারীর ওপর লোমহর্ষক সব অপরাধের খবর। বহু ঘটনা থেকে যাচ্ছে আড়ালেই। গতকাল সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘ নারী দিবসে দেশের মানুষের কাছে আমার একটা প্রশ্ন বাংলাদেশে আজ নারীরা কতটা নিরাপদ?’ তার পোস্টে ফুটে উঠেছে দুঃখ ও ক্ষোভ।ঋতুপর্ণা নিজেও একটি কমেন্টে লিখেছেন, ‘আজকে দেশে আমাদের কোন প্রকার নিরাপত্তা নাই। ঘর থেকে বের হলেই নিজের ভিতরে ভয় কাজ করে, চারদিকে শুধু ধর্ষণ, খুন, অপহরণ, এই দেশ কবে ঠিক হবে?’নারীদের নিরাপত্তাহীনতা নিয়ে তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়।অনেকেই তার সঙ্গে একমত পোষণ করে নারীদের জন্য নিরাপদ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন। বশির আহমেদ লিখেছেন, ‘৮ মার্চ নারী দিবস! যে দেশে নারীদের বিন্দু মাত্র নিরাপত্তা নাই সে দেশে নারী দিবস মানে তাদের সাথে তামাশা ছাড়া কিছুই না। ’