কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে যশোরের খাজুরাকে হারিয়ে সেমিতে উঠলো শ্যামনগর ফুটবল একাডেমি। গত ৮ অক্টোবর বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়া পাবলিক ইন্সটিটিউট আয়োজিত ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় যশোরের ইয়ামিন স্পোটিং ক্লাব খাজুরাকে হারিয়ে সাতক্ষীরার শ্যামনগর ফুটবল একাডেমি সেমিফাইনালে। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শ্যামনগর ফুটবল একাডেমির ৯নম্বর জার্সিধারী খেলোয়ার লিপু। খেলাটি পরিচালনা করেন মোশারাফ হোসেন। তাকে সহযোগিতা করেন মিয়া ফারুক হোসেন স্বপন ও সাজেদুল করিম তপু। ৪র্থ রেফারি ছিলেন মাসউদ পারভেজ মিলন। ধারাবিবরণীতে ছিলেন শেখ শাহজাহান আলী শাহিন ও ইকবাল হোসেন। মাঠের চারপাশে বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার জাহিদুজ্জামান প্রমুখ।