এএফসি এশিয়ান কাপ বাছাই ফুটবলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আজ বৃহস্পতিবার ভারত যাচ্ছে বাংলাদেশ দল। সৌদি আরবের তায়েফে ১২ দিনের অনুশীলন শেষে মঙ্গলবার দেশে ফিরেছে জামাল ভূঁইয়ারা। একই সাথে দলের সাথে যুক্ত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা ফুটবলার হামজা চৌধুরি। পুরো দল নিয়ে বুধবার বিকেলের সেশনে দলের সাথে প্রথম অনুশীলন করেছেন হামজা। এর আগে নতুন সুপারস্টার হামজা চৌধুরী ও অধিনায়ক জামাল ভূঁইয়াকে পাশে বসিয়ে বুধবার টিম হোটেলে সংবাদ সম্মেলন করেছেন প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

অনেকের ধারণা ছিল, হামজাকে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব দিতে পারেন ক্যাবরেরা। তবে সংবাদ সম্মেলনে জামালকেই অধিনায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে।

হামজার আগমন ও ভারত সফর উপলক্ষে বুধবার টিম হোটেলে হওয়া সংবাদ সম্মেলনে ছিল উপচেপড়া ভিড়। সেখানে মূল আকর্ষণই ছিলেন হামজা চৌধুরী। হামজার আগমনে বাংলাদেশ দল মানসিকভাবে কতটা উজ্জীবিত হবে, সেই প্রশ্ন ছিল কোচ ক্যাবরেরা ও অধিনায়ক জামালের কাছে। জামাল ভূঁইয়া তো হামজাকে বাংলাদেশ দলের ‘মেসি’ আখ্যা দিয়েই বসলেন।

জামাল বলেছেন, ‘আমাদের মেসি এসে গেছে। হামজা ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়। সে আমাদের মেসি। আমাদের দলের প্রত্যেকে হামজাকে স্বাগতম জানিয়েছে। তার প্রতি সবার শ্রদ্ধা আছে। ২০১৩ সালে আমাকে দিয়ে প্রবাসী ফুটবলার অন্তর্ভুক্তি শুরু। এক যুগ পর হামজার মতো খেলোয়াড় যোগ হলো। এটা আরো প্রবাসীকে বাংলাদেশ দলের জার্সিতে খেলার আগ্রহ বাড়াবে।’ সংবাদ সম্মেলনে জামাল বলেছেন, ‘আমি যখন প্রথমবার জাতীয় দলের হয়ে খেলতে নেমে জাতীয় সঙ্গীত গেয়েছিলাম, তখন অন্যরকম এক গর্ব কাজ করছিল। সেটা ছিল দারুণ একটা অনুভূতি।

হামজার বেলায়ও তাই হবে। আমাদের বিশ্বাস, মাঠে হামজার উপস্থিতি সবাইকে অনুপ্রাণিত করবে।’ ভারত কোচ ফিরিয়ে এনেছেন তাদের কিংবদন্তি ফুটবলার সুনিল ছেত্রিকে। তাহলে কি ম্যাচটি হামজা বনাম সুনিল হতে যাচ্ছে? এমন প্রশ্নের জবাবে জামাল ভূঁইয়া বলেছেন, ‘এটা বলতে দ্বিধা নেই যে, সুনিল বড় খেলোয়াড়। তার অনেক অবদান আছে দেশের জন্য। তবে এটাও বলবো, হামজা প্রিমিয়ার লিগের ফুটবলার।’