এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী মাসে হংকং চায়নার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই দুই ম্যাচকে সামনে রেখে রোববার ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।আগামী ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৪ অক্টোবর হংকংয়ে খেলবে জামাল ভূঁইয়ারা। এ লক্ষ্যে ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতীয় দলের প্র¯‘তি ক্যাম্প। দলে জায়গা পেয়েছেন চার প্রবাসী ফুটবলার- হামজা দেওয়ান চৌধুরী, শমিত শোম, ফাহামিদুল ইসলাম ও মার্কিন প্রবাসী নতুন মুখ জায়ান আহমেদ। তবে এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ের দলে থাকা কিউবা মিচেল এবার সুযোগ পাননি। ইতোমধ্যে নিশ্চিত হয়েছে, ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী শমিত শোম যথাক্রমে ৬ ও ৭ অক্টোবর দলে যোগ দেবেন। তাদের আলাদা ভিসার প্রয়োজন নেই বলে জানিয়েছে বাফুফে। এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের ত...তীয় ¯’ানে আছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচকে সামনে রেখে এই স্কোয়াডকে ঘিরে আশাবাদী ফুটবলপ্রেমীরা।
বাংলাদেশ স্কোয়াড- গোলরক্ষক: মিতুল মারমা, মো. সুজন হোসাইন, মো. মেহেদী হাসান শ্রাবণ।ডিফেন্ডার: তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক কাজী, মেহেদী হাসান, রহমত মিয়া, মো. শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, জায়ান আহমেদ, মো. আবদুল্লাহ ওমর সজীব। মিডফিল্ডার: মো. রিদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া, সোহেল রানা, হামজা চৌধুরী, শমিত শোম। ফরোয়াড: শেখ মোরসালিন, ফাহামিদুল ইসলাম, মো. ইব্রাহিম, আল আমিন, মো. শাহারিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আরমান ফয়সাল আকাশ, সুমন রেজা।