শুধু ফাইনালের নয়, পুরো টুর্নামেন্টেরই হট ফেভারিট প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছে চেলসি। ইংলিশ জায়ান্টরা তিনটি গোলই করেছে ম্যাচের বিরতির আগেই। জোড়া গোল আর এক অ্যাসিস্টে ব্লুদের শিরোপা জয়ের নায়ক কোল পালমার।ফাইনালের আগে থেকেই পিএসজিকে এক প্রকার ট্রফি দিয়ে দিচ্ছিল বিশ্ব মিডিয়া। তার যথেষ্ট কারণও ছিল অবশ্য। উয়েফা চ্যাম্পিয়নস লীগ থেকে যেভাবে প্যারিসিয়ানরা উড়ছিল, লুইস এনরিকে শিষ্যরা একই আধিপত্য বিস্তার করে এই টুর্নামেন্টেও। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে চেলসি অধিনায়ক রিস জেমসও কথা বলেন এই প্রসঙ্গে। তিনি পিএসজিকে ফেভারিট মানতেই নারাজ ছিলেন। ফাইনালে জেমসের কথামতো চিত্র দেখে গেল নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামেও। বল আধিপত্যে ম্যাচজুড়ে ৬৭ শতাংশে এগিয়ে থাকা পিএসজি গোলের দিকে ৮টি শটের মধ্যে ৬টিই রাখে লক্ষ্যে। তবুও জালের দেখা পায়নি ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। অন্যদিকে ১০টির মধ্যে ৫টি শট লক্ষ্যে থাকে চেলসির। ম্যাচের ২২ ও ৩০তম মিনিটে জোড়া গোল করেন কোল পালমার। দুটি গোলের চিত্র প্রায় একই। প্রথমটায় সতীর্থ মালো গুস্তো ডি বক্সের ভেতর থেকে শট নিতে ব্যর্থ হলে বল পাঠিয়ে দেন এই ইংলিশ সতীর্থের কাছে। বাঁ পায়ের নিচু শটে জিয়ানলুইজি দোন্নারুমাকে পরাস্ত করেন পালমার। এর আট মিনিট পর লেভি কোলউইলের পাস থেকে পিএসজি ডিফেন্ডারদের ধোঁকা দিয়ে একই কায়দায় বল জালে জড়ান এই ২৩ বছর বয়সী ফুটবলার। ৪৩তম মিনিটে পালমারের অ্যাসিস্টটা ছিল দেখার মতন। ডি বক্সের সামান্য দূর থেকে রক্ষণচেরা পাসে তিনি বল পাঠিয়ে দেন ভেতরে ঢুকতে থাকা জোয়াও পেদ্রোকে। সেখান থেকেই দলের তৃতীয় ও শেষ গোলটি করেন এই ব্রাজিলিয়ান তারকা। গোলের বেশ কিছু সুযোগ তৈরি করে পিএসজিও। তবে দিনটি ছিল শুধুই কনফারেন্স লীগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসির। এদিন ৬টি সেভ করে ব্লুদের জয়ের অন্যতম নায়ক রবার্ট সানচেজও। পূর্বের ঘোষণা অনুযায়ী বিরতিতে পারফর্ম করেন আমেরিকান র্যাপার দোজা ক্যাট ও কলম্বিয়ান গায়ক জে বালভিন। বিরতির পর মাঠে ফিরে উসমান দেম্বেলে ও খিচা কাভারেস্কিয়ার দুর্দান্ত দুটি শট ফিরিয়ে দেন এই স্প্যানিশ গোলকিপার। ম্যাচের শেষ দিকে পিএসজির জোয়াও নেভেস লাল কার্ড দেখলে উত্তেজিনা ছড়ায় মাঠে। ৮৪তম মিনিটে পিএসজির একটি আক্রমণের সময় চেলসি ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার চুল ধরে টান দেন নেভেস। প্রথমে হলুদ কার্ড দিলেও ভিএআরে (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) দেখে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। প্রথম থেকেই গ্যালারিতে উপস্থিত থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে ফাইনালের মেডেল নেন দুদলের খেলোয়াড়েরা।
ফুটবল
পিএসজিকে কাঁদিয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি
শুধু ফাইনালের নয়, পুরো টুর্নামেন্টেরই হট ফেভারিট প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছে চেলসি। ইংলিশ জায়ান্টরা তিনটি গোলই করেছে ম্যাচের বিরতির আগেই।
Printed Edition
