এএফসি চ্যালেঞ্জ লিগে প্লে অফে আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাস ইউনাইটেড। অন্যদিকে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ সিরিয়ার ক্লাব আল-কারামাহ। ১২ আগস্ট বাংলাদেশের দুই ক্লাবের খেলা। আবাহনী খেলবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। কিংস খেলবে কাতারের মাঠে। আকাশী-নীল জার্সিধারীরা আগেই ঘর গুছিয়েছে। তবে দেরিতে হলেও কিংস চমক দেখিয়েছে। মঙ্গলবার দুপুরে গত মৌসুমে আবাহনীর অধিনায়কত্ব করা মোহাম্মদ হৃদয়কে দলভুক্ত করেছে কিংস। টানা ৬ বছর আবাহনীতে খেলে কিংসে যোগ দিয়ে হৃদয় বলেছেন, ‘যেভাবে চেয়েছিলাম সেভাবেই সবকিছু হয়েছে। নতুন মৌসুমে আমি কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি।’ এছাড়া কিংসে বাংলাদেশি বংশোদ্ভূত কিউবা মিচেলের অন্তর্ভুক্তি বড় চমক। দুই ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তো ও দোরিয়েলতন খেলবেন। মোহামেডান থেকে ইমানুয়েল টনি সানডে এসেছেন।

প্রথমবার কোচ আসছেন ব্রাজিল থেকে। রোমানিয়ান ভ্যালেরি তিতার জায়গায় এবার ব্রাজিলিয়ান সার্জিও ফারিয়াসকে নিশ্চিত করা হয়েছে। কুয়েত, কাতার, মিশর, থাইল্যান্ড, চায়নিজ তাইপে, সৌদি আরব, দক্ষিণ কোরিয়ার ক্লাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ২০০৯ সালে এশিয়ার ক্লাব পর্যায়ের সর্বোচ্চ স্তর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কোরিয়ান ক্লাব পোহাং স্টিলার্সকে চ্যাম্পিয়ন করান ফারিয়াস। স্বদেশের অনূর্ধ্ব-১৭ ও ২০ দলেও কোচিং করিয়েছেন ব্রাজিলিয়ান ফারিয়াস। ২০০১ সালে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলকে দক্ষিণ আমেরিকান টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করানোর কৃতিত্ব আছে। ব্রাজিলের অন্যতম ক্লাব সান্তোসের অনূর্ধ্ব-২০ দলেও কোচিং করিয়েছেন তিনি। এখন পর্যন্ত ১৫টি দলের ডাগআউটে দাঁড়িয়েছেন ফারিয়াস। সর্বশেষ ২০২৩ সালে কুয়েত প্রিমিয়ার লিগের ক্লাব কাজমা স্পোর্টিং ক্লাবের কোচের দায়িত্ব পালন করেন তিনি। ৫৮ বছর বয়সী এই কোচকে এবার কিংসকে নিয়ে পরীক্ষায় নামতে হবে।