আবারও ইতিহাস গড়লেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হল্যান্ড। নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে গোল করে লিখলেন নতুন কীর্তি। ২৫ বছর বয়সী হল্যান্ড হয়ে গেলেন চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের দ্রুততম ৫০ গোলদাতা। মাত্র ৪৯ ম্যাচেই এই মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি। এর আগে রেকর্ড ছিল রুড ফান নিস্টেলরয়ের, যিনি ৬২ ম্যাচে পৌঁছেছিলেন ৫০ গোলে। বৃহস্পতিবার রাতে সিটির ২-০ গোলের জয়ে গোল করে রেকর্ড গড়েন হল্যান্ড। চলতি বছরেই নিজের ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়ে পাড়ি জমান নাপোলিতে। কেভিন ডি ব্রুইনা ইতিহাদে ফিরেছিলেন। তবে প্রতিপক্ষ হয়ে! এদিন এ বেলজিয়ান তারকা নাপোলির হয়ে মাঠে নামলেও ম্যাচের ২৬তম মিনিটে তাকে বদলি করে ফেলা হয়। এদিন মূলত কৌশলগত কারণে মাঠ ছাড়তে হয় ডি ব্রুইনাকে। তবে শেষ পর্যন্ত ২-০ গোলে মাঠ ছাড়তে হয় ১০ জনের নাপোলিকে। ম্যান সিটির হয়ে গোল করেন আরলিং হালান্ড এবং জেরেমি ডকু। সিটির ২-০ গোলের জয়ের রাতে নতুন এক রেকর্ডও গড়েন হালান্ড।

ম্যাচে শুরু থেকে পরিকল্পনামাফিক খেলা শুরু করলেও ম্যাচেরর ২১ তম মিনিটে নাপোলির অধিনায়ক জিওভ্যানি দি লরেন্সর ভুলে ভেস্তে যায় সেই পরিকল্পনা। ১০ জনের নাপোলি তখন নিজেদের রক্ষণভাগ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। প্রথমার্ধে গোলশুন্য থাকে। প্রথমার্ধে নাপোলির এক শটের বিপরীতে সিটি গোলের জন্য ১৬টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৫টি। ম্যাচের ৫৬তম মিনিটে ফিল ফোডেনের পাসে হেডে গোল করে নিজস্ব ৫০ গোলের (চ্যাম্পিয়নস লীগে) রেকর্ড করেন হালান্ড। ২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে যোগ দেন হালান্ড। এখন পর্যন্ত তিনি ম্যান সিটির হয়ে মোট ১৫১ ম্যাচে ১৩০টি গোল করেন। এরপর ম্যাচের ৬৫তম মিনিটে তরুণ বেলজিয়ান ফুটবলার ডকুর দারুণ গোলে ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের সমাপ্তি ঘটায় ম্যানচেস্টার সিটি। এদিনের অন্য ম্যাচে কোপেনহেগেন এবং লেভারকুসেন ২-২ গোলে ম্যাচ শেষ করে। ইন্টারনেট।