আসন্ন ২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ) জার্সি নিয়ে এক নতুন বিতর্কে জড়িয়ে পড়ে। কারণ নাইকি ব্রাজিলের জন্য লাল রঙের অ্যাওয়ে জার্সি তৈরি করছিল। এপ্রিল মাসে সংবাদমাধ্যমে ফাঁস হয়, আসন্ন বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দল লাল জার্সি পরতে পারে। মুহূর্তের মধ্যে এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। কারণ, ব্রাজিলে লাল রঙ সরাসরি রাজনীতির প্রতীক। এটি দেশটির ক্ষমতাসীন দল বামপন্থি ‘ওয়ার্কার্স পার্টি’র রঙ, যেটির নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। অন্যদিকে, ডানপন্থি সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সমর্থকেরা দেশের ঐতিহ্যবাহী সবুজ-হলুদ ব্যবহার করে রাজনৈতিক সমাবেশে। এভাবে, জার্সির রঙের বিষয়টি ফুটবলকে ছাড়িয়ে রাজনীতির অঙ্গনে চলে যায়। এ পরিস্থিতিতে ব্রাজিল ফুটবল ফেডারেশনের নবনিযুক্ত সভাপতি সামির জাউদ স্পষ্ট অবস্থান গ্রহণ করেন। ব্রাজিলের জনপ্রিয় ক্রীড়াচ্যানেল স্পোর্ত টিভিকে তিনি বলেন, ‘আমি লাল জার্সির উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছি। কারণ এটি স্পষ্ট যে, অ্যাওয়ে জার্সির রঙ নিয়ে মানুষের রাজনৈতিক অবস্থান জড়িয়ে পড়ছে। আমাদের জাতীয় পতাকার রঙই আমাদের পরিচয়, তাই জার্সিতে সেই চার রঙÑনীল, হলুদ, সবুজ ও সাদা ব্যবহার করা উচিত।’ তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি লাল রঙের বিপক্ষে তবে তার কারণ রাজনৈতিক নয় বরং জাতীয় প্রতীককে অক্ষুণœ রাখা।’ নাইকি এই সিদ্ধান্ত মেনে নিয়ে নতুন অ্যাওয়ে কিট হিসেবে নীল রঙের জার্সি তৈরি করার কাজ শুরু করেছে। জানা গেছে, লাল জার্সির পরিকল্পনা সিবিএফের সাবেক সভাপতি এডনালদো রদ্রিগেসের সময়ে শুরু হয়েছিল তবে সামির জাউদ দায়িত্ব নেয়ার পর সেই পরিকল্পনায় পুর্নচ্ছেদ টানা হয়েছে। ইন্টারনেট।