মিয়ানমারে বাংলাদেশ নারী ফুটবল দল গড়েছে নতুন ইতিহাস। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। সেই ঐতিহাসিক অর্জন নিয়েই রোববার (৬ জুলাই) মধ্যরাতে ঢাকায় ফিরেছেন ঋতুপর্ণা-আফিদারা। ক্লান্ত শরীরে দীর্ঘ ভ্রমণ শেষে ফিরলেও চোখেমুখে ছিল আত্মবিশ্বাস, উচ্চাশা যেন জানান দিচ্ছিল, এখানেই থেমে নয়, লক্ষ্য এবার বিশ্বমঞ্চ। ঢাকা পৌঁছানোর পর রাতের নিস্তব্ধতা ভেঙ্গে বাফুফের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে। রাত তিনটার পর ফুটবল দল মঞ্চে ওঠে। ব্যান্ড মিউজিকের সঙ্গে বাজতে থাকে বিদ্রোহী কবির গান ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম...’, আর মঞ্চে দাঁড়িয়ে ছিলেন একদল আত্মবিশ্বাসী নারী যারা শুধু ট্রফি জেতেনি, ভেঙ্গে দিয়েছে বহু বছরের সীমাবদ্ধতা।
সংবর্ধনায় আবেগঘন ভাষণে নিজেদের লক্ষ্য ও লড়াইয়ের কথা তুলে ধরেন দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য ঋতুপর্ণা চাকমা ও অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তি। ঋতুপর্ণা বলেন, ‘আমরা এখানে এসেছি দলীয় প্রচেষ্টায়। ফুটবল কোনো ব্যক্তিগত দক্ষতার খেলা নয়। আমরা জানি কিভাবে কঠিন পরিস্থিতিতে লড়াই করতে হয়। আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখুন, আমরা আপনাদের নিরাশ করব না। আমাদের স্বপ্ন এশিয়া নয়, বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরা।’