কানাডা লিগে সময়টা বেশ ভালোই যাচ্ছে সামিত সোমের। গত এক মাসের মধ্যেই প্রথমবার নিজ ক্লাব ক্যাভালরির হয়ে অধিনায়কত্ব করেছিলেন। এরপর থেকেই আছেন দারুণ ছন্দে। কানাডার লিগে মৌসুমের শুরুটা মনমতো না হলেও যত দিন গড়াচ্ছে, সামিত আর তার দল ক্যাভালরি যেন দিনে দিনে ফিরে পাচ্ছে নিজেদের ছন্দ। সর্বশেষ দুই ম্যাচেই জয় পেয়েছে ক্যাভালরি। শেষ ম্যাচটা জিতেছে লিগের দ্বিতীয় স্থানে থাকা হ্যালিফিক্স ওয়ান্ডারার্সের বিপক্ষে। ৩-০ গোলের সেই জয়টা এই মৌসুমে ক্যাভালরির দ্বিতীয় জয়। যেদিন দলকে জেতানোর পথে বড় ভূমিকাই রেখেছিলে বাংলাদেশের সামিত সোম। পেয়েছিলেন এক অ্যাসিস্ট। চলতি মৌসুমে এটি ছিল তার প্রথম অ্যাসিস্ট।
দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে সামিত জায়গা করে নিয়েছেন কানাডা সকার লিগ (সিপিএল) এর সপ্তাহের সেরা একাদশে। টানা দ্বিতীয় সপ্তাহ লিগের সেরা একাদশে জায়গা করে নিলেন সামিত। স্কোয়াডে সামিতের আরও তিন সতীর্থ জায়গা করে নিয়েছেন। আলি মুসি, টোবিয়াস ওয়ারচেস্কি এবং লেভি লিয়াংয়ের জায়গা হয়েছে সামিতের সঙ্গে। হ্যালিফিক্সের বিপক্ষে ম্যাচে ৯০ মিনিট খেলে ৮৯% পাস অ্যাকুরেসি ছিল তার। একটি অ্যাসিস্টের পাশাপাশি ম্যাচে দিয়েছেন ২টি বড় সুযোগ তৈরি করেছিলেন। ডিফেন্সিভ পজেশনে ডাবল পিভট রোলে থেকেও ৫ বার বল পাঠিয়েছেন প্রতিপক্ষের ফাইনাল থার্ডে। তাছাড়া ক্রসিংয়েও সফল ছিলেন শতভাগ।
তবে সামিতের রক্ষণ সক্ষমতাও ছিল চোখে পড়ার মতোই।