চ্যাম্পিয়ন লীগের ফাইনাল উদযাপন করতে গিয়ে ফ্রান্সে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। জয় উদযাপন করতে গিয়ে সহিংসতায় জড়িয়ে পড়ায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দুজন নিহত এবং ১৯২ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় গতকাল এ তথ্য জানিয়েছে। শনিবার রাতে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) প্রতিপক্ষ ইতালির ইন্টার মিলানের বিপক্ষে জয় পাওয়ার পর উৎসবে ফেটে পড়ে ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশেপাসের শহরের ফুটবল প্রেমীরা। এক পর্যায়ে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ল উৎসবে ভাটা পড়ে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, রোববার পর্যন্ত ৫৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে ৪৯১ জনই প্যারিসের। গ্রেপ্তারকৃতদের মধ্যে আবার ৩২০ জনকে পুলিজ হেফাজতে নেয়া হয়েছে এবং ২৫৪ জনকে প্যারিসে রাখা হয়েছে। শঁজে লিজ শহরে বাস স্টেশনে ভাঙচুর এবং ধাঙ্গা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এক পর্যায়ে পুলিশ উত্তেজিতদের হটাতে টিয়ার গ্যাস ও জল কামান নিক্ষেপ করে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সারাদেশে শতাধিক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যার মধ্যে ২০০টিরও বেশি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর ২২ সদস্য ও সাতজন দমকলকর্মী আহত হয়েছেন। ইন্টারনেট।