লিওনেল মেসির জোড়া গোল ও একটি অ্যাসিস্টে রোমাঞ্চকর জয় পেয়েছে ইন্টার মায়ামি। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে মেজর লিগ সকারে তারা ৩-২ ব্যবধানে হারায় ডিসি ইউনাইটেডকে।

প্রথমার্ধের ৩৫তম মিনিটে মেসির পাস থেকে তাদেও আয়ের্দে গোল করে মায়ামিকে এগিয়ে দেন। তবে বিরতির পরপরই ক্রিশ্চিয়ান বেনটেকের গোলে সমতায় ফেরে ডিসি ইউনাইটেড।

৬৬ মিনিটে গোল করে দলকে আবার এগিয়ে দেন মেসি। এরপর ৮৫তম মিনিটে তার দ্বিতীয় গোল জয় প্রায় নিশ্চিত করে দেয়। মৌসুমে এটি আর্জেন্টাইন তারকার ২২তম গোল, যা তাকে গোল্ডেন বুট প্রতিযোগিতায় শীর্ষে তুলেছে। জর্দি আলবা ও সার্জিও বুসকেতস মেসির দুটি গোলে সহায়তা করেন।

শেষ মুহূর্তে জ্যাকব মুরেলের গোলে ব্যবধান কমালেও জয় ধরে রাখে মায়ামি। গোলরক্ষক অস্কার উস্তারি ম্যাচে চারটি সেভ করেন।

এই জয়ে ইন্টার মায়ামি (১৫-৬-৭) ইস্টার্ন কনফারেন্সের তালিকায় উঠে এসেছে ৫ম স্থানে। তাদের পরবর্তী প্রতিপক্ষ নিউইয়র্ক সিটি এফসি। অন্যদিকে ডিসি ইউনাইটেড খেলবে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে।