এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের লড়াইয়ে অংশ নিতে কুয়েতে পৌঁছেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংস। আগামী শনিবার (২৫ অক্টোবর) কুয়েতের জাবের আল মুবারক আল হামাদ স্টেডিয়ামে শুরু হবে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা। মঙ্গলবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে ৪৫ সদস্যের দল কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাদের সঙ্গে রয়েছেন ৭ জন বিদেশি খেলোয়াড়। কুয়েতে পৌঁছানোর আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একটি ইমেইল বার্তার মাধ্যমে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, রেফারেন্সে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এবং বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতকে বসুন্ধরা কিংসের আগমনের তথ্য জানায়।

দলটি পৌঁছানোর পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের ঢল নামে। ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে খেলোয়াড়দের স্বাগত জানান কুয়েতে অবস্থানরত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ প্রবাসীরা। স্বাগত জানাতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, সহ-সভাপতি মো. সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক আ. হ. জুবেদ, বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা হুমায়ুন আলী, সভাপতি মোরশেদ আলম ভুইয়া, সহ সভাপতি নাসির উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক কোরবান আলী, ঢাকা স্পোর্টিং ক্লাবের সভাপতি সোহেল রানা, বাংলাদেশ ক্রীড়াঙ্গন কুয়েতের সভাপতি আবদুল হাই, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কুয়েতের সভাপতি মো. জাহিদুর রহমানসহ আরও অনেকে।

এদিকে দলীয় শক্তি বাড়াতে বসুন্ধরা কিংস বসুন্ধরা ফর্টিস এফসি থেকেও ধার নিয়েছে দুই গাম্বিয়ান খেলোয়াড় ওমর বাবু ও ইসা জেল্লো এবং নাইজেরিয়ান তারকা ওকাফোরকে। ‘বি’ গ্রুপে থাকা বসুন্ধরা কিংস খেলবে স্বাগতিক আল কুয়েত ক্লাব, ওমানের আল সিব ক্লাব এবং লেবাননের আল আনসার এফসি’র বিপক্ষে।বসুন্ধরা কিংসের প্রথম ম্যাচ ওমানের আল সিবের বিপক্ষে আগামী ২৫ অক্টোবর কুয়েত সময় বিকাল ৪টা, দ্বিতীয় ম্যাচ লেবাননের আল আনসার সঙ্গে ২৮ অক্টোবর, মঙ্গলবার কুয়েত সময় বিকাল ৪টা এবং তৃতীয় ম্যাচ খেলবে কুয়েতের আল কুয়েত ক্লাবের সঙ্গে ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টায়।

পাঁচটি গ্রুপ থেকে মোট আটটি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে। এর আগে প্রিলিমিনারি স্টেজে সিরিয়ার আল কারামাহ এফসিকে ১-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেয় বসুন্ধরা কিংস। কুয়েতে বসবাসরত বাংলাদেশি ক্রীড়াপ্রেমীরা আশা করছেন বসুন্ধরা কিংস এবারের চ্যালেঞ্জ লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয়ের মুকুট পরবে এবং বাংলাদেশের ফুটবলের গৌরব আরও উজ্জ্বল করবে।