আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ দল। এর আগে ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। ঢাকার জাতীয় স্টেডিয়ামে দুটি ম্যাচকে সামনে রেখে বুধবার বিকেলে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। এবার অভিষেকের অপেক্ষায় কদিন আগে সব প্রক্রিয়া সম্পন্ন করা সামিত সোম। ইতালি লিগে খেলা ফাহমিদুল ইসলামও আছেন স্কোয়াডে। এ ছাড়াও অনেক দিন পর ফরোয়ার্ড সুমন রেজা স্কোয়াডে ফিরেছেন। তবে ভারতের বিপক্ষে খেলা ২৩ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চন্দন রায়। এদিকে আসন্ন এই দুই ম্যাচকে সামনে রেখে আগামী ৩০ মে শুক্রবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রাথমিক দলে যোগ দিতে ইতালি থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন ফাহামিদুল ইসলাম। বাংলাদেশ বিমানে ইতালির রোম থেকে সকাল আটটা নাগাদ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন এই তরুণ ফুটবলার। সব ঠিক থাকলে বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে আগামী ২ বা ৩ জুন হামজা চৌধুরী ঢাকায় পা রাখবেন। আর ৪ জুন ঢাকায় আসার কথা সামিত সোমের। এদিকে দল নিয়ে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা দল ঘোষনাকালে বাফুফে ভবনে অনুষ্টিত ব্রিফিংয়ে বলেছেন, ‘সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলার জন্য ৩০ মে ক্যাম্প শুরু হচ্ছে। এর আগে অবশ্য আমরা ভুটানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবো। তালিকায় আপনারা ২৬ জন খেলোয়াড় দেখছেন। যারা কাল (বৃহস্পতিবার) রিপোর্টিং করবে। ক্যাম্পে আমরা আট থেকে দশটি সেশন ট্রেনিং করতে পারবো।’

ইংল্যান্ডের বংশোদ্ভূত খেলোয়াড় কিউবা মিচেল প্রসঙ্গে কোচ বলেছেন, ‘এটা ন্যাশনাল টিমস কমিটি বলতে পারবে। এ ব্যাপারে তারাই ভালো বলতে পারে। অবশ্যই তার সম্ভাবনা আছে। আমরা তরুণ ও সম্ভাবনাময়দের ডাকবো, তাদের ব্যাপারে আমাদের সতর্ক ও যতœবান হওয়া উচিত।’ জাতীয় দলে আবার ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম সুযোগ পেয়েছেন। কাবরেরা তাকে নিয়ে আশাবাদী, ‘আমি ফাহামিদুলের ব্যাপারে খোঁজ খবর রাখছিলাম। গত মার্চ থেকে তার ব্যাপারে নিয়মিত যোগাযোগ রাখছিলাম তার ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে। দলের যেটা প্রয়োজন, আমার বিশ্বাস সেটা মেটানোর সামর্থ্য তার আছে।’ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে তিন পয়েন্টের আশা বাংলাদেশ কোচের, ‘নিজেদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। ভারতে আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি। আরও ভালো ফল হতে পারতো। জিততেও পারতাম। যদি কমপক্ষে একই মানের খেলা সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে পারি, তাহলে আমরা ভালো ফল পেতে পারি। তিন পয়েন্ট পেতে পারি।’ ঘরোয়া ফুটবলে সাদ উদ্দিন বড় রকমের শাস্তি পেয়েছিল। তবে পরবর্তীতে তা কমানো হয়। কাবরেরা অবশ্য বলেছেন, ‘সে ফিট আছে, আমার কাছে সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অবশ্যই সে একটা ভুল করেছে, শাস্তি পেয়েছে। শেখ মোরসালিন গোল পাচ্ছে। আমি বিশ্বাস করি, সেরা পারফরমেন্স নিয়েই সে দলে এসেছে।’

সামিত সোম আসায় মধ্যমাঠ শক্তিশালী হয়েছে। বলা হচ্ছে হামজা-সামিত আসায় দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড বাংলাদেশের। তবে কাবরেরা বলেছেন, ‘আমি নিশ্চিত নই, তবে দক্ষিণ এশিয়ায় আমাদের মাঝমাঠ অবশ্যই দারুণ শক্তিশালী। বিশেষ করে আমাদের গ্রুপে (এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ)। যদি সেরা নাও হই, সম্ভবত খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মাঝমাঠ আমাদের। শমিতের মান আছে, কিন্তু তার ব্যাপারে আমাদের ধৈর্য ধরতে হবে। কেননা, মানিয়ে নেয়ার জন্য সে খুবই অল্প সময় পাচ্ছে। কানাডা থেকে লম্বা ভ্রমণ করে আসছে, এখানকার কন্ডিশন ভিন্ন, তবে আমরা তাকে নিয়ে ইতিবাচক।’ এরপরই কোচ যোগ করেন, ‘ভুটান ম্যাচে আমি ২৫ জনকে রাখবো, শমিতকে ছাড়া। এরপর ২৩ জনের দল চূড়ান্ত করবো।

হামজার ব্যাপারটা আমি নিশ্চিত করতে পারছি না। তবে ২-৩ তারিখে ফেরার পর আমি চেষ্টা করবো। এখানকার আবহাওয়ায় খেলার অভিজ্ঞতা দেওয়ার। তবে এখনও বিষয়টি আমি চূড়ান্ত করিনি।’ বাংলাদেশ স্কোয়াড-গোলরক্ষক: মিতুল মার্মা, মোহাম্মদ সুজন হোসাইন ও মেহেদি হাসান শ্রাবণ।

ডফেন্ডার: মো. শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী ও তপু বর্মণ। মিডফিল্ডার: মো. হৃদয়, সাইয়্যেদ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও সমিত সোম। ফরোয়ার্ড: ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসাইন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন ও সুমন রেজা।