যুব সমাজকে মাদক ও অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে ক্রীড়াঙ্গনকে শক্তিশালী সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।’ আজকের এ টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি একটি সামাজিক আন্দোলন। আজকের যুবসমাজ মাদকের করাল গ্রাসে, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয়ের ভয়াল ছায়ায় বিপথগামী হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে খেলাধুলা সবচেয়ে কার্যকর মাধ্যম। এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করে।’ গত ২৪ নভেম্বর খুলনা-৩ আসনের খালিশপুর থানাধীন ১৩ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে চরেরহাট বড়বার ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খালিশপুর থানা আমীর মাওলানা আবদুল্লাহ আল মামুন ও ১৩ নং ওয়ার্ড আমীর মো. মানজারুল ইসলাম, লোকমান হোসাইন, নাসিম মোল্লা, জসীম মোল্লা, শামীম মোল্লা, আল আমিন, আবু সাদিদ, জাকারিয়া, নিয়াজুল ইসলাম রেজা, মেহেবুব মল্লিক, শুকুর আলী, আব্দুস সালাম, মনির হোসাইন, তরিকুল ইসলাম, ডা. আলমগীরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খুলনা-৩ আসনের এই এমপি প্রার্থী বলেন, ‘যুব সমাজকে যদি খেলাধুলা ও গঠনমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করা যায়, তাহলে একটি মানবিক ও উন্নয়নমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। এই আয়োজন তারই বাস্তব উদাহরণ।’ তিনি বলেন, ‘খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ গঠনের শক্তিশালী উপাদান। তরুণদের আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশে ক্রীড়ার ভূমিকা অপরিসীম।’