বগুড়া অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আগামী ২২ আগষ্ট শুক্রবার ‘আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ শুরু হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এর নামে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহর জামায়াত কার্যালয়ে সাংবাদিকদের সামনে ফুটবল টুর্নামেন্ট সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন। শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেকসহ জামায়াত নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে গরু এবং রানার্সআপ দলকে খাসী পুরস্কার প্রদান করা হবে। লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুখী, সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত, দুঃশাসন ও চাঁদাবাজমুক্ত, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা মনেকরি- চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজের অগ্রণী ভূমিকা প্রয়োজন। দুর্নীতি, মাদক ও অপসংস্কৃতি থেকে যুবকদেরকে মুক্ত রেখে নৈতিক শক্তিতে বলিয়ান যুবসমাজ ছাড়া কাংখিত নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। সেই লক্ষ্যে জামায়াতে ইসলামী যুবসমাজকে যুবশক্তিতে পরিনত করতে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এর নামে “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্ট-২০২৫” আয়োজন করা হয়েছে। আগামী ২২ আগষ্ট শুক্রবার বিকেল ৪টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আওতাধীন ২১টি ওয়ার্ড, সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং ৮টি পেশাজীবী শাখা সহ মোট ৪০টি দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। দলগুলো ৫টি জোনে ভাগ হয়ে খেলায় অংশগ্রহণ করবে। জোনগুলো হলো: শহীদ আনিছার রহমান পাশা জোন, শহীদ আব্দুল্লাহ আল-মামুন জোন, শহীদ আবু রূহানী জোন, শহীদ সাইফুল ইসলাম মামুন জোন এবং শহীদ আলমগীর হোসেন জোন। আলতাফুন্নেছা খেলার মাঠ, নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠ, মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠ এবং উল্কামাঠে খেলা অনুষ্ঠিত হবে। নকআউট পদ্ধতিতে প্রতিটি জোন চ্যাম্পিয়ন ৫টি দল নিয়ে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট সুন্দর ও আকর্ষণীয় করতে ইতোমধ্যেই সকল প্র¯‘তি সম্পন্ন হয়েছে। প্রতিটি ম্যাচ প্রাণবন্ত এবং প্রতিদ্বন্দ্বীতাপূর্ন হবে বলে আমরা আশা করছি। টুর্নামেন্টের জোন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান করা হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে গরু এবং রানার্সআপ দলকে খাসী পুরস্কার প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে বগুড়ার সর্বস্তরের জনসাধারণকে ‘আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ উপভোগ করার জন্য মাঠে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানানো হয়। সেই সাথে টুর্নামেন্ট বাস্তবায়নে সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করা হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শহর জামায়াতের অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, আইন বিষয়ক সম্পাদক শাহীন মিয়া, কর্মপরিষদ সদস্য নিজাম উদ্দিন, যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি এনামুল হক রানা, সেক্রেটারি আব্দুল হাদী সফিক, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ, নির্বাহী সদস্য অধ্যাপক হারুনুর রশিদ, মোকাম্মেল হক, মোস্তফা মোঘল, দেলোয়ার হোসেন, শরিফুল ইসলাম সোহেল প্রমুখ।
ফুটবল
বগুড়া শহর জামায়াতের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ২২ আগস্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে
Printed Edition
