রায়াকে ‘শিগগিরই’ বিশ্ব ফুটবলে দেখা যাবে বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর থেকেই রাশিয়ার জাতীয় ও ঘরোযা দলগুলোকে ফিফা এবং উয়েফার যেকোনো প্রতিযোগিতায নিষিদ্ধ করা হয়। বৃহস্পতিবার সার্বিয়ার বেলগ্রেডে ৪৯তম উয়েফা কংগ্রেসে ইনফান্তিনো বলেছেন, তিনি আশা করেন যে রাশিয়ার ফুটবলে ফেরা সম্ভব হবে। এর মানে হবে যুদ্ধ শেষ হয়েছে এবং ‘সবকিছু সমাধান হয়েছে’। ফিফা সভাপতি বলেন, ‘যেহেতু ইউক্রেনে শান্তির জন্য আলোচনা চলছে, আমি আশা করি আমরা শিগগিরই পরের ধাপে চলে যেতে পারব। রাশিয়াকে ফুটবল দৃশ্যপটে ফিরিয়ে আনতে পারি, কারণ এর মানে, সবকিছু সমাধান হয়েছে। ইন্টারনেট।
ফুটবল
আশাবাদী ফিফা সভাপতি
বিশ্ব ফুটবলে ফিরবে রাশিয়া
রায়াকে ‘শিগগিরই’ বিশ্ব ফুটবলে দেখা যাবে বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর থেকেই রাশিয়ার জাতীয় ও ঘরোযা দলগুলোকে ফিফা এবং উয়েফার যেকোনো
Printed Edition
