সংযুক্ত আরব আমিরাত থেকে জয় নিয়ে ফেরা হলো না বাংলাদেশ নারী ফুটবল দলের। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয়টিতেও হার এড়াতে পারেনি লাল-সবুজের প্রতিনিধি দল। একই ব্যবধানে স্বাগতিকদের বিপক্ষে হেরে শূন্য হাতেই ফিরতে হচ্ছে জেমস পিটার বাটলার শিষ্যদের। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত ফুটবল গ্রাউন্ডে ৩-১ ব্যবধানে হেরেছে লাল-সবুজের দলটি। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক আফঈদা খন্দকার। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। বিরতির পর তৃতীয় গোল হজম করে। পরে অধিনায়ক আফঈদা খন্দকার পেনাল্টিতে থেকে গোল করে ব্যবধান কমান। আরব আমিরাত সফরটা অবশ্য চ্যালেঞ্জিং ছিল কোচ পিটার বাটলারের কাছে। কোচের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন সাফজয়ী দলের ১৮ ফুটবলার। বাটলারকে কোচ হিসেবে রেখে দেয়ায় অনুশীলনও করেননি সাবিনা-সানজিদা-মাসুরারা। পরে নতুনদের নিয়ে স্কোয়াড সাজান বাটলার।