জাতীয় ফুটবল দলের জন্য হাই প্রোফাইল কোচ আনতে প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার , জানালেন মন্ত্রী যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় দলের বর্তমান স্প্যানিশ কোচ হ্যাবিয়ের কাবরেরার অধীনে সাম্প্রতিক সময়ে আশানুরূপ ফলাফল করতে পারছে না হামজা সামিতরা।তাইতো সর্বত্র আলোচনায় উঠে এসেছে হামজা চৌধুরী, শমিত সোম কিংবা কিউবা মিচেলদের পরিচালনায় প্রয়োজন আরও দক্ষ হাই প্রোফাইল কোচ। কারণ তাদের মত প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ ফুটবলে যখন নতুন জাগরণের সুর, তখন দলের ডাগআউটে দক্ষ নাবিকের অভাবটাও প্রকট হয়ে উঠেছে। বর্তমান কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে অসন্তোষ যখন তুঙ্গে, ঠিক তখনই আশার বাণী শোনালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানালেন, ভালো মানের আন্তর্জাতিক কোচ নিয়োগে বাফুফেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবে সরকার। কোচিং সংকটে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে জেলা ও উপজেলা পর্যায়ের ক্রীড়া স্থাপনাগুলোর ভার্চুয়্যাল উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে ক্রীড়া উপদেষ্টা ফুটবলের এই সংকট নিরসনে সরকারের ইতিবাচক অবস্থানের কথা জানান। আসিফ মাহমুদ বলেন, ‘ইউরোপিয়ান ক্লাব-স্ট্যান্ডার্ডের একজন কোচ আনতে গেলে দেখা যায়, তার পারিশ্রমিকই বাফুফের বার্ষিক বাজেটের সমান। বাফুফের এই সীমাবদ্ধতা আমরা বুঝি। তাই এই সমস্যা সমাধানে আমরা কাজ করছি।’ অর্থায়নের উৎস ও পরিকল্পনা বাফুফে যেন অর্থের অভাবে ভালো কোচ নিয়োগ থেকে পিছিয়ে না থাকে, সে জন্য মন্ত্রণালয় একাধিক উৎস থেকে অর্থায়নের পরিকল্পনা করছে। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “ইউরোপিয়ান মানের কোচ আনতে বাফুফেকে কোথা থেকে অর্থ দেওয়া যায়, তা আমরা খতিয়ে দেখছি। অর্থ মন্ত্রণালয়ের কাছে বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হবে। এছাড়া ‘তারুণ্যের উৎসব’ ফান্ড থেকেও বাফুফেকে সহায়তা দেওয়া সম্ভব কি না, সেটাও বিবেচনায় রয়েছে।” কাবরেরা অধ্যায়ের শেষ কি আসন্ন? প্রায় সাড়ে তিন বছর ধরে জাতীয় দলের দায়িত্বে থাকা স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার পারফরম্যান্স নিয়ে সমালোচনার শেষ নেই। মুখস্থ কৌশল, একাদশ নির্বাচনে অদূরদর্শিতা এবং মাঠের ফলাফলে ব্যর্থতার কারণে সমর্থক থেকে শুরু করে সাবেক ফুটবলাররা তার বিদায়ের দাবি তুলেছেন। যদিও ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বাফুফের সঙ্গে তার চুক্তি রয়েছে, তবুও মন্ত্রণালয়ের এই উদ্যোগে কোচ পরিবর্তনের গুঞ্জন আরও জোরালো হলো।